HMD 101 4G ও HMD 102 4G ফিচার ফোন ভারতে লঞ্চ হল, দাম শুরু মাত্র 1,899 টাকা থেকে

HMD গতকাল ভারতে দুটি নতুন ফিচার ফোন লঞ্চ করেছে, যাদের নাম HMD 101 4G ও HMD 102 4G। উভয় মডেল ২,২০০ টাকার কমে এদেশে এসেছে। আর দুটি ডিভাইসই হালকা ওজনের এবং যথেষ্ট টেকসই। ফিচার হিসেবে এগুলিতে ইউনিসক প্রসেসর, আইপি৫২ রেটিং ও রিমুভেবল ব্যাটারি পাওয়া যাবে। আবার এই দুই ফোনে দেওয়া হয়েছে কিউকিউভিজিএ ডিসপ্লে, কিউভিজিএ ক্যামেরা সহ ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা। আসুন HMD 101 4G ও HMD 102 4G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

HMD 101 4G ও HMD 102 4G এর ফিচার ও স্পেসিফিকেশন

এইচএমডি ১০১ ৪জি ও এইচএমডি ১০২ ৪জি হ্যান্ডসেটে আছে ২৪০×৩২০ রেজোলিউশন সহ ২ ইঞ্চি কিউকিউভিজিএ ডিসপ্লে। এগুলিতে ইউনিসক ৮৯১০ এফএফ-এস প্রসেসর দেওয়া হয়েছে। দুটি ডিভাইসেই ১৬ এমবি স্টোরেজ পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

আর S30+ RTOS অপারেটিং সিস্টেমে চালিত HMD 101 4G ও HMD 102 4G ফোনে এফএম রেডিও, MP3 প্লেব্যাক, ক্লাউড অ্যাপস এবং লোকাল ভাষা সাপোর্ট করবে। দ্বিতীয় মডেলটি ফ্ল্যাশ সহ QVGA ক্যামেরা এবং একটি ম্যাচিং কালার কীপ্যাড অফার করবে। উভয় হ্যান্ডসেটে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP52 রেটিং উপস্থিত।

এদের কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৯০০/১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ডুয়েল সিম সাপোর্ট, ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ-সি চার্জিং এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। HMD 101 4G ও HMD 102 4G পাওয়ার ব্যাকআপের জন্য ১০০০এমএএইচ রিমুভেবল ব্যাটারি সহ এসেছে।

HMD 101 4G ও HMD 102 4G এর দাম ও প্রাপ্যতা

ভারতে HMD 101 4G এর দাম রাখা হয়েছে ১,৮৯৯ টাকা। এটি ডিপ ব্লু, রেড এবং ব্লু কালার অপশনে এসেছে। এদিকে HMD 102 4G এর মূল্য ধার্য করা হয়েছে ২,১৯৯ টাকা। এটি ডিপ ব্লু, রেড এবং পার্পেল কালার অপশন সহ লঞ্চ হয়েছে। আজ থেকে দুটি ফোনই বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম এবং HMD.com ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে।