অনার আজ তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন HONOR 400 এবং HONOR 400 Pro গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। এই ফোন দুটি HONOR 200 সিরিজের উত্তরসূরি হিসেবে এসেছে। এদের দাম শুরু হয়েছে প্রায় ৩০ হাজার টাকা থেকে। প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টের এই দুই মডেলে রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং দমদার চিপসেট। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
অনার ৪০০ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিডি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৪৬ ডলার (প্রায় ২৯,৬০০ টাকা) এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮৮ ডলার (প্রায় ৩৩,১০০ টাকা)। এটি তিনটি কালার অপশনে এসেছে – ডেসার্ট গোল্ড, ব্লু ও মিডনাইট ব্ল্যাক।
অন্যদিকে, অনার ৪০০ প্রো বাজারে এসেছে লুনার গ্রে এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে। এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৭১ ডলার (প্রায় ৪০,৩০০ টাকা) এবং সর্বোচ্চ ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৬২৪ ডলার (প্রায় ৫৩,৩০০ টাকা)।
অনার ৪০০ ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল ৪০০০ নিটস পর্যন্ত। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট। ফটোগ্রাফির জন্য এর পিছনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি ডিভাইসটি একবার চার্জে দুই দিন পর্যন্ত ব্যাকআপ দেবে।
অনার ৪০০ সিরিজের প্রো মডেলটি আরও বেশি পাওয়ারফুল। এতে রয়েছে ৬.৭-ইঞ্চি OLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০ x ২৪১২ পিক্সেল এবং ব্রাইটনেস ৫০০০ নিটস পর্যন্ত। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দ্বারা চালিত। এটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট।
ক্যামেরার কথা বললে, HONOR 400 Pro এর ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স যা ৩এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা 4K ভিডিও রেকর্ডিং সমর্থন করে। এই ফোনেও ৭২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.