৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ বাজারে ঝড় তুলতে লঞ্চ হল HONOR 400 এবং HONOR 400 Pro

অনার সম্প্রতি তাদের স্মার্টফোন লাইনআপে যুক্ত করেছে দুটি আকর্ষণীয় মডেল – HONOR 400 এবং HONOR 400 Pro। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত একটি গ্লোবাল ইভেন্টে এই স্মার্টফোন দুটি লঞ্চ করা হয়েছে। দুটি ফোনই প্রিমিয়াম রেঞ্জে এসেছে। উভয় ডিভাইসে OLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র্যাম ও ২০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা পাওয়া যাবে। আসুন HONOR 400 এবং HONOR 400 Pro সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
HONOR 400 এর স্পেসিফিকেশন ও ফিচার
অনার ৪০০ মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ফ্ল্যাট ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, যার সাথে ৮ জিবি/১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি/ ৫১২ জিবি স্টোরেজ অপশন যুক্ত আছে।
ফটোগ্রাফির জন্য অনার ৪০০ ফোনের পিছনে ওআইএস-সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৫৩০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি IP65 রেটিংসহ ধুলা ও জল প্রতিরোধী।
HONOR 400 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
অনার ৪০০ প্রো মডেলটি আরও বেশি প্রিমিয়াম। এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED কার্ভড ডিসপ্লে। বেস মডেলের মতো এই ডিসপ্লেও ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। এই ফোনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। ডিভাইসটি ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে।
ক্যামেরার কথা বললে প্রো মডেলে আছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর (OIS সহ), ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের ৩এক্স পোর্ট্রেট টেলিফটো ক্যামেরা, যা একটি Sony IMX856 সেন্সর এবং এতেও OIS সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টসহ ৫৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফোনটি IP68 এবং IP69 রেটিংসহ আসায় জল ও ধুলা প্রতিরোধ করতে পারবে।
HONOR 400 ও HONOR 400 Pro এর দাম ও উপলব্ধতা
HONOR 400 এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯৯ ইউরো (প্রায় ৪৮,৫০০ টাকা) এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪৯ ইউরো (প্রায় ৫৩,৩০০ টাকা)।
অপরদিকে HONOR 400 Pro শুধুমাত্র ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যার দাম ৭৯৯ ইউরো (প্রায় ৭৭,৬০০ টাকা)। ফোনগুলি ব্রিটেন এবং ইউরোপের বাজারে বিক্রয়ের জন্য উপলব্ধ।