মোবাইল

6000mah ব্যাটারি ও 100W চার্জিং সহ অন্যতম সস্তা ফোন লঞ্চ করছে Honor

Published on:

Honor gt pro specs leak Snapdragon 8 elite 6000mah battery 100w charging

Honor এই বছর একাধিক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার মধ্যে সম্প্রতি GT Pro মডেলটি আলোচনার কেন্দ্রে। অনার আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, এখন একটি সূত্র ফোনটির মেজর স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছে। এটি Snapdragon 8 Elite চিপসেট চালিত অন্যতম সাশ্রয়ী মূল্যের ফোন হবে বলে দাবি করা হয়েছে। এটি স্ট্যান্ডার্ড Honor GT-এর তুলনায় প্রচুর আপগ্রেড সহ আসতে পারে। ফোনটির সঙ্গে Realme GT 7 Pro Racing Edition, OnePlus Ace 5 Pro, iQOO Neo 10 এবং Redmi K80 Pro-এর প্রতিযোগিতা চলবে।

Honor GT Pro: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, অনার জিটি প্রো-তে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন এলিট প্রসেসর থাকবে। এমনকি এটি উক্ত চিপসেট চালিত অন্যতম সস্তা ফোন হিসাবে আসতে পারে। ডিভাইসটিতে ১.৫K রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট ওলেড ডিসপ্লে থাকবে। নিরাপত্তার নিশ্চিত করতে আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত করা হতে পারে।

উন্নত ফটোগ্রাফির জন্য, অনার জিটি প্রো ফ্ল্যাগশিপ গ্রেড ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর অফার করবে বলে জানা গিয়েছে। অনার যেহেতু গেমিংয়ের জন্য ফোনটিকে অপ্টিমাইজ করবে বলে শোনা যাচ্ছে, তাই এর পিছনের প্রাইমারি ক্যামেরা অনার জিটি মডেলটির মতো একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স দ্বারা সংযুক্ত হতে পারে।

লেটেস্ট ফোনগুলির মতো Honor GT Pro-তে প্রায় ৬,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকতে পারে। এটি স্ট্যান্ডার্ড GT মডেলের তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড, যার ব্যাটারি ক্যাপাসিটি ৫,৩০০ এমএএইচ। নতুন মডেলটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেও আশা করা হচ্ছে, ফলে ব্যাটারি ফুল হতে খুব কম সময় লাগবে। মে মাসে চীনে Honor 400 সিরিজ লঞ্চের পর Honor GT Pro বাজারে আসতে পারে।

Photo Credit: GSMArena.com