স্মার্টফোন হবে আরও স্মার্ট! Honor Magic 6 ও Magic 5 সিরিজে এল নতুন আপডেট

Honor-এর Magic 6 ও Magic 5 সিরিজের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। এই দুই ফোনে চলে এল MagicOS 9.0.0.169 আপডেট। এই আপডেটের মাধ্যমে ডিভাইস দুটিতে একাধিক নতুন ফিচার যুক্ত হবে। এছাড়া স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত হবে। আসুন Honor Magic 6 ও Magic 5 ফোনে আসা MagicOS 9.0.0.169 আপডেটের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে দেখে নেওয়া যাক।

অনারের তরফে বলা হয়েছে, নয়া এই আপডেট ক্যামেরার কার্যকারিতা বৃদ্ধি করবে। আবার ডিভাইসে Android Auto-র সাপোর্ট পাওয়া যাবে, ফলে সহজে গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমের সাথে স্মার্টফোনের সংযোগ করা যাবে। এছাড়া Wi-Fi পাসওয়ার্ড ইনপুট ফিচারটি আরও উন্নত করা হয়েছে। এবার থেকে ব্যবহারকারীরা সহজে এবং দ্রুত Wi-Fi পাসওয়ার্ড এন্টার করতে পারবেন।

এদিকে নতুন আপডেটের হ্যাপটিক ফিডব্যাকের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট আনা হয়েছে। ফোনের স্ক্রিন বন্ধ করতে ডাবল ট্যাপ ফিচারটি এখন আরও কার্যকরী হবে। আর লক স্ক্রিন থেকেই ফ্ল্যাশলাইট চালু করা যাবে। নতুন Hide Apps ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রিয় অ্যাপগুলো লুকাতে পারবেন।

MagicOS 9.0.0.169 আপডেটের সাথে এপ্রিল ২০২৫ সিকিউরিটি প্যাচও যুক্ত করা করেছে, ফলে ডিভাইসের সিস্টেম আরও শক্তিশালী হবে। আর আপডেটটি ধাপে ধাপে রোল আউট করা হচ্ছে। তাই সব ডিভাইসে আপডেটটি পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।