Honor Play 10 বড় ব্যাটারি ও ১২৮ জিবি স্টোরেজ সহ লঞ্চ হল রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা

Honor Play 10 আজ সোমবার লঞ্চ হল। যদিও কোম্পানির তরফে এই বিষয়ে কিছুই ঘোষণা করা হয়নি। এমনকি অফিসিয়াল ওয়েবসাইটেও ডিভাইসটি তালিকাভুক্ত নেই। তবে GSMArena এই ফোনের লঞ্চের খবর নিশ্চিত করেছে। এই ফোনে আছে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট, ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ। Honor Play 10 ডিভাইসটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং তিনটি কালার অপশনে এসেছে। এতে পাওয়া যাবে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াট চার্জিং সাপোর্ট।
Honor Play 10 এর দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট
Honor Play 10 এর দাম এখনও জানা যায়নি। তবে এটি ৩ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে বলে রিপোর্টে দাবি মিডনাইট করা হয়েছে। এছাড়া ফোনটিকে ব্ল্যাক, স্টারি পার্পল এবং ওশান সায়ান কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। যদিও এর সেলের তারিখ এখনও সামনে আসেনি।
Honor Play 10 এর স্পেসিফিকেশন ও ফিচার
অনার প্লে ১০ অ্যান্ড্রয়েড গো এডিশনে চলে। এর সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ × ১,৬০০ পিক্সেল) ডিসপ্লে। এই ৪জি স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট। মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।
অনার প্লে ১০ মডেলে ফটোগ্রাফির জন্য ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরাই ১০৮০ পি ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এই হ্যান্ডসেটে ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং এফএম রেডিও রিসিভারও উপস্থিত। সিকিউরিটির জন্য পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
পাওয়ার ব্যাকআপের জন্য Honor Play 10 স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। আবার এতে রয়েছে IP52 রেটিং, যা জল ও ধুলো থেকে সামান্য সুরক্ষা দেবে।