মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে নতুন ফোন আনতে চলেছে Honor। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী জুলাই মাসে বাজারে আসবে Honor X70। জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এমনটাই দাবি করেছেন। তিনি ফোনটির কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন ও ডিজাইন সংক্রান্ত তথ্যও শেয়ার করেছেন। আসুন Honor X70 সম্পর্কে কি কি তথ্য টিপস্টারের মাধ্যমে উঠে এল জেনে নেওয়া যাক।
অনার এক্স৭০ ডিভাইসটির কোডনেম রাখা হয়েছে “Martin”। আর যেখানে আগের মডেল অনার এক্স৬০-এ ছিল এলসিডি ডিসপ্লে, সেখানে এক্স৭০ মডেলে থাকবে ৬.৭৯-ইঞ্চি OLED ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন অফার করবে।
যদিও নয়া স্মার্টফোনটির চিপসেট সম্পর্কে এখনো নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তবে এতে “লো-পাওয়ার” চিপসেট ব্যবহার করা হবে বলে দাবি করেছেন ডিজিটাল চ্যাট স্টেশন। উল্লেখ্য, এক্স৬০ ডিভাইসে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর, সেক্ষেত্রে হয়তো অনার এক্স৭০ মডেলে সামান্য উন্নত প্রসেসর দেওয়া হতে পারে।
Honor X70 এর ব্যাটারি ক্যাপাসিটিও সামনে আসেনি। শুধু বলা হয়েছে এতে থাকবে “বড় ব্যাটারি”। জানিয়ে রাখি, Honor Power স্মার্টফোনটি সম্প্রতি ৮০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। সম্ভবত X70 মডেলেও একই ক্যাপাসিটির ব্যাটারি থাকবে।
Honor X70 স্মার্টফোনটি স্লিম ও লাইট ওয়েট ডিজাইন সহ আসবে। এটি তিনটি রঙে আসতে পারে: মুন শ্যাডো হোয়াইট, বাম্বু ব্লু ও ফ্যান্টম নাইট ব্ল্যাক।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.