অনার নতুন একটি ফোনের উপর কাজ করছে। সম্প্রতি চীনের সার্টিফিকেশন সাইট 3C ও MIIT সার্টিফিকেশন সাইটে এই স্মার্টফোনকে দেখা যায়, যার মডেল নম্বর MTN-AN10। এরপর কয়েকদিন আগে একটি রিপোর্টে দাবি করা হয় যে, এই মডেল নম্বরের ডিভাইসটির নাম রাখা হবে Honor X70। সেই ফোনটিই এবার Geekbench-এ উপস্থিত হল। এখান থেকে হ্যান্ডসেটটির প্রসেসর, র্যাম, ও অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে। ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে Honor X70 আগামী ১৫ জুলাই চীনে লঞ্চ হবে, এতে থাকবে ৮,২০০ এমএএইচ ব্যাটারি।
গিকবেঞ্চ লিস্টিং থেকে সামনে এসেছে যে, অনার এক্স৭০ ডিভাইসে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট ব্যবহার করা হবে। যদিও চিপের নাম সরাসরি উল্লেখ নেই, তবে সিপিইউ ও জিপিইউ কনফিগারেশন দেখেই আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পেরেছি। লিস্টিং থেকে আরও জানা গেছে যে, অনার এক্স৭০ ফোনে থাকবে ১২ জিবি র্যাম এবং অপারেটিং সিস্টেম হিসেবে এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৫। গিকবেঞ্চে স্মার্টফোনটি সিঙ্গল-কোর টেস্টে ১০৬৪ এবং মাল্টি-কোর টেস্টে ২৯৯৮ পয়েন্ট তুলতে পেরেছে।
অনার এক্স৭০ ফোনে ৬.৭৯ ইঞ্চি ওএলইডি স্ক্রিন থাকবে, যার রেজোলিউশন ১.৫কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। ডিভাইসটি সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আবার এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারবে।
Honor নিজেই নিশ্চিত করেছে, এই ফোনে বিশাল ৮,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য সামনে দেখা যাবে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, যা OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্ট করবে। এছাড়াও এতে থাকতে পারে ডুয়াল স্পিকার, NFC এবং IR ব্লাস্টার।
Honor X70 স্মার্টফোনে আইপি৬৮/আইপি৬৯ রেটিং থাকবে, যা ধুলো আর জল প্রতিরোধ করবে। এই ফোন মাত্র ৭.৯৬ মিমি পুরু হবে এবং ওজন হবে ১৯৯ গ্রাম।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.