চীনে চলতি মাসেই লঞ্চ হতে চলেছে হুয়াওয়ের নতুন স্মার্টফোন লাইনআপ, Huawei Pura 80 সিরিজ। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, আগামী ১১ জুন দুপুর ২:৩০ টা (ভারতীয় সময় ১২টা) থেকে শুরু একটি ইভেন্টে এই ফোনের উপর থেকে পর্দা সরানো হবে। Huawei Pura 80 সিরিজে থাকবে HarmonyOS 5.0 অপারেটিং সিস্টেম। এছাড়া এর অন্যান্য ফিচার সম্পর্কে এখনও মুখ খোলেনি হুয়াওয়ে, যদিও টিপস্টারদের দৌলতে সিরিজের বেস মডেল সম্পর্কে অনেক কিছু জানা গেছে।
চীনের এক জনপ্রিয় টিপস্টার, ফিক্সড ফোকাস ডিজিটাল দাবি করেছেন হুয়াওয়ের এই ফোনের ভিডিও রেকর্ডিং ক্ষমতা “ভয়ঙ্কর রকমের শক্তিশালী” হবে। এমন মন্তব্য শুনে ধরেই নেওয়াই যায়, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির দিক থেকে ডিভাইসটি হবে সেরার সেরা।
উল্লেখ্য, হুয়াওয়ের একটি প্রোমো পোস্টে দুটি বড় ক্যামেরা লেন্স দেখা গিয়েছিল, যা থেকে স্পষ্ট যে, এই সিরিজে দুর্দান্ত ক্যামেরা সেটআপ থাকবে।
আরও এক টিপস্টার Teme (@RODENT950) দাবি করেছেন, Huawei Pura 80-এর একটি ভ্যারিয়েন্টে থাকবে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে: ১ ইঞ্চির ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (ভ্যারিয়েবল অ্যাপারচার সহ), ১/১.৩ ইঞ্চি ৫০ মেগাপিক্সেল সেন্সর (ডুয়াল ফোকাল লেন্স সহ), ৪০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেলের কালার টেম্পারেচার সেন্সর।
এই স্পেসিফিকেশন শুনে অনুমান করা যায়, Pro+ কিংবা Ultra ভ্যারিয়েন্টে থাকবে এই শক্তিশালী ক্যামেরা ইউনিট। ফাঁস হওয়া একটি ছবিতে দেখা গেছে, এই চারটি ক্যামেরা ত্রিভুজাকৃতির মডিউলে বসানো থাকবে, পাশে দেওয়া হবে বড় পিল-আকৃতির LED ফ্ল্যাশ।
জানিয়ে রাখি, Pure 70 সিরিজের বেস মডেলে ছিল ৫০ মেগাপিক্সেল ভ্যারিয়েবল অ্যাপারচার সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ১২ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। অন্যদিকে, Pura 70 Ultra মডেলে ছিল রিট্র্যাক্টেবল ১ ইঞ্চির ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, এবং ৫০ মেগাপিক্সেল ম্যাক্রো টেলিফটো লেন্স।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.