চলতি বছরে অর্থাৎ 2025 সালে ভারতের স্মার্টফোন বাজার 50 বিলিয়ন ডলার (প্রায় ৪.২ লক্ষ কোটি টাকা) অতিক্রম করবে। সম্প্রতি এক মার্কেট রিসার্চার সংস্থা তাদের রিপোর্টে এই দাবি করেছে। স্মার্টফোন ব্র্যান্ডগুলির ভারতের প্রতি আগ্রহ এবং ক্রেতাদের হাই-স্পেসিফিকেশনের প্রিমিয়াম ডিভাইস কেনার প্রতি ঝোঁক, এদেশের স্মার্টফোন বাজারকে এত বড় করে তুলেছে বলে রিপোর্টে বলা হয়েছে। সব মিলিয়ে দেশের স্মার্টফোন বাজারে গত বছরের তুলনায় 6 শতাংশ প্রবৃদ্ধি দেখা যাবে হবে বলে আশা করা হচ্ছে। আর ভারতীয় স্মার্টফোন মার্কেট দখল নিয়ে Apple এবং Samsung এর মধ্যে প্রতিযোগিতা চলবে।
2025 সালে স্মার্টফোনের বাজার মূল্য বাড়বে
মার্কেট রিসার্চার সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের শেয়ার করা রিপোর্ট অনুযায়ী, 2025 সালে ভারতীয় স্মার্টফোন বাজারের রিটেল গড় বিক্রয় মূল্য (এএসপি) প্রথমবারের জন্য 300 ডলার (প্রায় 26,000 টাকা) ছাড়িয়ে যেতে পারে, যা একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে প্রমাণিত হবে এবং এর ফলে বাজারের মোট মূল্য 50.3 বিলিয়ন ডলারে (প্রায় 4.3 লক্ষ কোটি টাকা) পৌঁছাবে। উল্লেখযোগ্যভাবে, 2021 সালে এই বাজারের মূল্য ছিল 37.9 বিলিয়ন ডলার (প্রায় 3.2 লক্ষ কোটি টাকা)।
30 হাজারের বেশি দামের ফোন পছন্দ করছেন ক্রেতারা
রিপোর্ট অনুসারে, ক্রেতারা এখন 30,000 টাকার রেঞ্জের এবং আল্ট্রা-প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইসগুলি বেছে নিতে পছন্দ করছেন এবং অ্যাপল ও স্যামসাংয়ের মতো ব্র্যান্ডের ডিভাইস বেশি কেনা হচ্ছে। অ্যাপল দুটি কারণে তাদের ফোন বিক্রি বাড়িয়েছে – স্থানীয় উৎপাদন এবং অফারের সাথে বিক্রি। অন্যদিকে স্যামসাংয়ের জনপ্রিয়তা এদেশে বরাবর ছিল এবং ব্র্যান্ডটি অত্যাধুনিক ফিচারের দুর্দান্ত সব স্মার্টফোন বাজারে আনছে।
OnePlus 13 কোম্পানির জন্য একটি গেম-চেঞ্জার হতে পারে
রিপোর্টে বলা হয়েছে ওয়ানপ্লাস তাদের 13 সিরিজের সাথে আল্ট্রা-প্রিমিয়াম সেগমেন্টে (45,000 টাকারও বেশি) বাজার দখলের চেষ্টা করবে। আগামী 7 জানুয়ারী এই সিরিজ ভারতে লঞ্চ হবে। উল্লেখ্য, স্মার্টফোনের ডিসপ্লেতে গ্রিন লাইনের সমস্যা এই চীনা ব্র্যান্ডকে গত কয়েকবছরে যথেষ্ট সমস্যায় ফেলেছিল। তবে এখন এই সমস্যা (গ্রিন লাইন) মোকাবিলায় ক্রেতাদের লাইফ টাইম ওয়ারেন্টি দেওয়ার কথা ঘোষণা করেছে ওয়ানপ্লাস।