Infinix GT 30 5G+ আজ শুক্রবার ভারতে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে ১৯,৪৯৯ টাকা থেকে। এই স্মার্টফোনের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট, বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল Sony ক্যামেরা। উন্নত হার্ডওয়্যারের পাশাপাশি ডিভাইসটির ডিজাইনও নজর কাড়বে। Infinix GT 30 5G+ মডেলে সাদা এলইডি লাইটসহ Cyber Mecha Design 2.0 এবং কাস্টমাইজেবল GT Shoulder Triggers দেওয়া হয়েছে।
ভারতে Infinix GT 30 5G+ এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৪৯৯ টাকা। আর এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ করতে হবে ২০,৯৯৯ টাকা। আগামী ১৪ আগস্ট Flipkart থেকে ফোনটির সেল শুরু হবে। এটি ব্লেড হোয়াইট, সাইবার গ্রিন ও পালস ব্লু কালার অপশনে এসেছে।
অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এক্সওএস ১৫ কাস্টম স্কিনে চালিত ইনফিনিক্স জিটি ৩০ ৫জি প্লাস স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৮-ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ২১৬০ হার্টজ এবং ব্রাইটনেস ৪৫০০ নিটস পর্যন্ত। এই ডিসপ্লে TÜV Rheinland-এর আই সেফ সার্টিফিকেশন ও কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা সহ এসেছে।
কোম্পানির তরফে জানানো হয়েছে, Infinix GT 30 5G+ ভবিষ্যতে দুটি বড় সফটওয়্যার আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ পাবে। এতে একাধিক AI ফিচার উপস্থিতি, যারমধ্যে উল্ল্যেখযোগ্য – ফোলাক্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট, এআই নোট, এআই গ্যালারি ও গুগলের সার্কেল টু সার্চ।
ইনফিনিক্সের এই স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪-মেগাপিক্সেল Sony IMX682 প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। সামনে ১৩-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর ব্যাক প্যানেলে কাস্টমাইজযোগ্য Mecha Light LED উপস্থিত।
গেমারদের জন্য Infinix GT 30 5G+ হ্যান্ডসেটে জিটি শোল্ডার ট্রিগার বাটন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্যামেরা চালানো, ভিডিও প্লে করা, এমনকি স্ক্রিনশট নেওয়া যাবে। এই ডিভাইসে BGMI গেমের ৯০এফপিএস মোড সাপোর্ট করবে বলে দাবি করছে Infinix। এর সাথে পাওয়া যাবে এক্সবুস্ট এআই, ম্যাজিক ভয়েস চেঞ্জার, জোন টাচ মাস্টার ও ইস্পোর্টস মোড। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ৬-লেয়ারের 3D Vapour Chamber কুলিং সিস্টেম রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ১০ ওয়াট রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করবে। এটি IP64 রেটিং সহ আসায় ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.