নতুন ফোন খোঁজ করছেন? কিন্তু বাজেট ১০ হাজার টাকার কম? এরপরও আপনি একটি ভালো 5G স্মার্টফোন কিনতে পারবেন। এই ডিভাইসের নাম Infinix HOT 60 5G+। আজ অর্থাৎ ১৭ জুলাই থেকে ভারতে প্রথমবার সেলে বিক্রির জন্য ফোনটি উপলব্ধ হতে চলেছে। প্রথম সেলে হ্যান্ডসেটটি ৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এই স্মার্টফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস এর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৪৯৯। কিন্তু লঞ্চ অফার হিসেবে প্রথম সেলে ফোনটি ৫০০ টাকা ছাড়ে কেনা যাবে। এটি শ্যাডো ব্লু, স্লিক ব্ল্যাক ও তুন্দ্রা গ্রিন কালার অপশনে এসেছে।
ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ৭০০ নিটস। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত।
পারফরম্যান্সের জন্য Infinix HOT 60 5G+ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ চিপ ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এক্সওএস ১৫ কাস্টম স্কিনে চলে। এই ফোনে AI বাটন পাওয়া যাবে, যেটি পাওয়ার ও ভলিউম বাটনের নিচে অবস্থিত। এটি একবার ট্যাপ করলেই যেমন কোনো অ্যাপ খোলা যাবে, আর লং প্রেস করে রাখলে Folax AI Assistant চালু হয়ে যাবে।
যারা মোবাইলে গেম খেলেন, তাদের জন্য এই হ্যান্ডসেটে আছে হাইপার ইঞ্জিন ৫.০ লাইট এবং এক্সবুস্ট এআই গেম মোড। আর এই ফোনে UltraLink Connectivity ফিচার থাকায়, একেবারে কম নেটওয়ার্ক বা নেটওয়ার্কবিহীন এলাকাতেও ইনফিনিক্স থেকে ইনফিনিক্স ডিভাইসে কল করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.