পারফিউমের মতো সুগন্ধ ছড়াবে, Infinix Note 50s 5G+ হবে পেন্সিলের মতো পাতলা, কবে আসছে

নতুন ফোন কিনতে চাইলে আরেকটু অপেক্ষা করে যান। কারণ আগামী 18 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে Infinix Note 50s 5G+ ফোন। এটি দুর্দান্ত ফিচার সহ আসবে। লঞ্চের আগে, ধীরে ধীরে এই ফোনের বিশেষ ফিচারগুলি প্রকাশ করতে শুরু করেছে ইনফিনিক্স। জানা গেছে এর মেরিন ড্রিফ্ট ব্লু রঙের ভ্যারিয়েন্ট পারফিউমের মতো সুগন্ধ ছড়াবে। এছাড়া Infinix Note 50s 5G+ পেন্সিলের মতো পাতলা হবে বলে আজ নিশ্চিত করা হয়েছে।

144Hz অ্যামোলেড ডিসপ্লে সহ ভারতের সবচেয়ে পাতলা ফোন

ইনফিনিক্স নোট 50এস 5G+ ফোনের মাইক্রোসাইট ফ্লিপকার্টে ইতিমধ্যেই লাইভ হয়েছে, এটি আল্ট্রা-স্লিম প্রোফাইলে আসবে। ডিভাইসটি আসলে কতটা পাতলা হবে, এটি দেখানোর জন্য কোম্পানি একে একটি পেন্সিলের সাথে টিজ করেছে। ইনফিনিক্সের মতে, এটি 144Hz রিফ্রেশ রেট এবং 3D কার্ভড AMOLED ডিসপ্লে সহ আসা সবচেয়ে পাতলা স্মার্টফোন হবে।

Infinix Note 50s 5G+ এর ফিচার

রিপোর্ট অনুযায়ী, ইনফিনিক্স নোট 50এস 5G+ ফোনটি 6.78 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে সহ আসবে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5। ডিসপ্লের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এটি তিনটি কালারে পাওয়া যাবে – টাইটেনিয়াম গ্রে, রুবি রেড এবং মেরিন ড্রিফট ব্লু। প্রথম দুটি মেটাল ফিনিস সহ আসবে, যেখানে মেরিন ড্রিফট ব্লু ভেগান লেদার ফিনিস সহ আসবে।

ইনফিনিক্স জানিয়েছে, মেরিন ড্রিফট ব্লু ভ্যারিয়েন্টে মাইক্রোএনক্যাপসুলেশন প্রযুক্তি থাকবে, যা দীর্ঘ সময় ধরে সুগন্ধি ছাড়বে। এর নাম দেওয়া হয়েছে ‘এনার্জাইজিং সেন্ট-টেক’। ফটোগ্রাফির জন্য, ফোনে 64-মেগাপিক্সেল Sony IMX682 প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে।

Infinix Note 50s 5G এর লঞ্চ তারিখ এবং মূল্য

ভারতে Infinix Note 50s 5G+ আগামী 18 এপ্রিল লঞ্চ হবে। এর দাম 20,000 টাকার কম রাখা হবে।