মোবাইল

দেশের বাজারে টেকসই ফোন আনছে ইনফিনিক্স, 17 জানুয়ারি হতে পারে লঞ্চ

Published on:

Infinix Smart 9 HD india launch date design key features leak

Infinix Smart 8 HD ভারতে 2023 সালের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল। এক বছরের বেশি সময় পর এবার ফোনটির আপগ্রেড ভার্সন নিয়ে আসছে ইনফিনিক্স। শোনা যাচ্ছে, Infinix Smart 9 HD শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। সংস্থা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা না করলেও, ডিভাইসটির সম্ভাব্য লঞ্চ ডেট ও ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে। পাশাপাশি, বেশ কিছু ফিচার্সও প্রকাশ্যে এসেছে।

Infinix Smart 9 HD লঞ্চ ডেট, ডিজাইন, ফিচার্স

91মোবাইলসের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি 17 জানুয়ারি ভারতে লঞ্চ হতে পারে। কোম্পানি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আগামী কয়েকদিনের মধ্যে টিজার প্রকাশ করবে বলে আশা করা যায়। ডিজাইন রেন্ডারে ডিভাইসটির চারটি রঙের বিকল্প দেখা গিয়েছে।

WhatsApp Community Join Now

ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি-র কালার স্কিমগুলিকে কোরাল গোল্ড, মেটালিক ব্ল্যাক, মিন্ট গ্রিন এবং নিও টাইটানিয়াম বলা হবে বলে আশা করা হচ্ছে। এতে মাল্টিলেয়ার গ্লাস ব্যাক প্যানেল রয়েছে বলে শোনা গিয়েছে। ফাঁস হওয়া ছবি ইঙ্গিত দেয়, ফোনের ব্যাক প্যানেলের উপরের বাম কোণে চৌকো মডিউলের ভিতরে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে।

ক্যামেরা মডিউলের মধ্যে দুটি বৃত্তাকার ক্যামেরা সেন্সরের পাশাপাশি, একটি ডিম্বাকৃতি LED ফ্ল্যাশ দেখা যায়। আবার ওই মডিউলের মধ্যে “ক্রিস্টাল ক্লিয়ার এফ=1.8 ক্যামেরা” লেখা আছে। ভলিউম সুইচ ও পাওয়ার বাটন ডান প্রান্তে অবস্থিত। Infinix Smart 9 HD সেগমেন্টের সবচেয়ে টেকসই ফোন হবে বলে আশা করা হচ্ছে। যদিও দাম কেমন হতে পারে তা এখনও অজানা।

Photo Credit: 91Mobiles

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন