মোবাইল

পুরো ২৫ হাজার টাকা দাম কমলো আইফোন ১৫ এর, এক্সচেঞ্জ অফারে আরও ডিসকাউন্ট

Published on:

Iphone 15 price cut rs 25000 on 512gb storage variant discount offer amazon

আইফোনের উপর একাধিক অফার ও সেল চলছে ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে। যার দরুন দাম কমে গিয়েছে iPhone 15 এর ৫১২ জিবি ভ্যারিয়েন্টের। বর্তমানে, আসল দামের তুলনায় অনেক কমে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। যারা আইফোন কিনতে আগ্রহী তাঁরা এই অফার বিবেচনা করতে পারেন। রয়েছে EMI অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট।

সাধারণত কোনও উৎসবের মরশুমের আগে এই ধরনের সুযোগ ই-কমার্স সাইটগুলিতে পাওয়া যায়। কিন্তু, অ্যামাজনের এই অফার যেন মেঘ না চাইতেই জল। এই প্রথম iPhone 15 এর ৫১২ জিবি মডেলের দাম কমাল প্ল্যাটফর্মটি।

iPhone 15 : অফার ও ব্যাঙ্ক ডিসকাউন্ট

আগের থেকে অনেকটা দাম কমে গিয়েছে আইফোন ১৫ এর ৫১২ জিবি মডেলের। অ্যামাজনে এই ডিভাইসটির দাম ১,০৯,৯০০ টাকা। তবে আপনি এখন এটি আরও অনেক কম দামে কিনতে পারবেন। সংস্থা এই আইফোন ভ্যারিয়েন্টের উপর ২৩ শতাংশ ছাড় দিচ্ছে। যার ফলে দাম কমে মাত্র ৮৪,৯৯৯ টাকায় নেমে এসেছে। অর্থাৎ আপনি শুধুমাত্র ছাড় থেকে সরাসরি ২৫,০০০ টাকা সাশ্রয় করতে পারবেন।

এছাড়াও, অ্যাম্যাজন একটি এক্সচেঞ্জ অফারও এনেছে। যা আপনাকে আরও বেশি টাকা সাশ্রয় করার সুযোগ করে দেবে। পুরনো স্মার্টফোনে ২২,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে। তবে এই বিনিময়ের টাকা নির্ভর করবে ওই ফোনের অবস্থার উপর। আপনি যদি সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পান, তাহলে কমপক্ষে ৪৮,০০০ টাকায় পেয়ে যাবেন আইফোন ১৫। তবে এর জন্য পুরনো ফোনটি যাচাই করতে হবে আপনাকে।

আর আপনার বাজেট যদি আরও কম থাকে, তাহলে বেছে নিতে পারে অ্যামাজন EMI প্ল্যান। যা শুরু হচ্ছে ৪,১২১ টাকা থেকে। এই মাসিক পেমেন্ট করে মিটিয়ে ফেলতে পারেন আইফোনের স্বাদ। এছাড়াও, ব্যাঙ্ক অফার রয়েছে। যেখানে ২,৫৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। সবমিলিয়ে আসল যে দামে আইফোন ১৫ লঞ্চ হয়েছিল, এখন সেটি তার থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে।