iPhone 16 কেনার কথা ভাবছেন? তাহলে এটা হতে পারে সেরা সময়। কারণ, Flipkart এখন এই মডেলটির ওপর বিশাল ছাড় দিচ্ছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে বাজারে আসা Apple iPhone 16 মডেলটি এখন ই-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে প্রায় ১৩,৫০০ টাকারও বেশি ছাড়ে।
Flipkart-এর এই অফারের কারণে ফোনটির দাম ৬৬,৪০০ টাকায় নেমে এসেছে, যেখানে এর লঞ্চের সময় মূল্য ছিল ৭৯,৯০০ টাকা। তাই নতুন আইফোন কিনতে চাইলে এই ডিলটি কাজে লাগাতে পারেন।
ফ্লিপকার্টে এখন আইফোন ১৬-এর বর্তমান দাম ৬৯,৯৯৯ টাকা। মানে শুরুতেই ৯,৯০১ টাকা সরাসরি ছাড় মিলছে। আবার আপনার কাছে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে আরও ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে, যেটা প্রায় ৩,৫০০ টাকার মতো। সব অফার কাজে লাগানোর পর ফোনটির দাম পড়বে ৬৬,৪৯৯ টাকা।
আইফোন ১৬ এর সামনে দেখা যাবে ৬.১-ইঞ্চি OLED ডিসপ্লে, যা এইচডিআর১০, ও ডলবি ভিশন সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য A18 চিপ ব্যবহার করা হয়েছে। এতে আছে ৮ জিবি র্যাম। ডিভাইসটি আইওএস ১৮.২ অপারেটিং সিস্টেমে চলে, যেখানে অ্যাপল ইন্টেলিজেন্সের নতুন ফিচারগুলি ব্যবহার করা যাবে।
আইফোন ১৬ মডেলে নতুন ‘Camera Control’ বাটনও আছে, যেটা ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচারকে আরও সুবিধাজনক করে তোলে। ফটোগ্রাফির জন্য এতে ডুয়াল ক্যামেরা সেটআপে উপস্থিত, এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৫৬১ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ওয়ার্ড চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৪.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.