মোবাইল

১০ হাজার টাকা ডিসকাউন্ট, iPhone 16 প্রথমবার অনেক সস্তায় কিনুন

Published on:

Iphone 16 first time discount offer by rs 10000 on Flipkart sale

অনেক ক্রেতা দামের কারণে পুরানো আইফোন কেনেন। তবে মাঝে মাঝে নতুন আইফোনও সস্তায় কেনার সুযোগ পাওয়া যায়। যেমন এখন iPhone 16 সস্তায় বিক্রি হচ্ছে। এর সাথে ১০,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই আইফোন মডেলে নতুন ধরনের ডিজাইন দেখা যাবে। এর পাশাপাশি ব্যাক প্যানেলে উল্লম্ব ক্যামেরা সেটআপ উপস্থিত। এছাড়া রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স (এআই) ফিচার।

বিশেষ অফারে iPhone 16 কিনুন

আইফোন ১৬ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ভারতীয় বাজারে ৭৯,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল। তবে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ১০,০০০ টাকা ছাড়ের পরে ৬৯,৯৯৯ টাকায় ডিভাইসটি তালিকাভুক্ত আছে। এছাড়াও, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

আবার নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ক্রেতারা ১০% পর্যন্ত ছাড় পাবেন। ক্রেতারা তাদের পুরানো ফোন এক্সচেঞ্জ‌ করেও ডিসকাউন্ট পেতে পারেন। পুরানো ফোনের মডেল ও কন্ডিশনের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৩৮,১৫০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।

iPhone 16 এর স্পেসিফিকেশন

আইফোন ১৬ পারফরম্যান্সের জন্য এ১৮ চিপসেট দ্বারা চালিত। এবং এটি একটি ৬-কোর প্রসেসর। এই ডিভাইসে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে আছে এবং এতে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ডিভাইসটি হোয়াইট, ব্ল্যাক, পিঙ্ক, আল্ট্রা-মেরিন এবং টিল কালার ভ্যারিয়েন্টে এসেছে।