iPhone 16 সিরিজ লঞ্চ হয়েছে গত বছর। সাধারণত বিশ্বব্যাপী এই আইফোন সিরিজের চাহিদা তুঙ্গে থাকে। কিন্তু, সাম্প্রতিক সময়ে তা কিছুটা থমকে গিয়েছে বলে মনে করছেন অনেকে। সেই ঘাটতি মেটানোর জন্য মাঝে সাঝেই নানা অফার ও ছাড় নিয়ে আসে অ্যাপল। তেমনই একটি অফার রয়েছে iPhone 16 Pro মডেলের উপর। কিন্তু, এখন কি এই ফোন কেনা ঠিক হবে! কী কী বিষয় মাথায় রাখা উচিত জানুন।
iPhone 16 Pro ফোনে ব্যাপক ছাড়
ভারতে এটির আসল দাম ১,১৯,৯০০ টাকা। Vijay Sales- এ এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে ১,০৯,৫০০ টাকায়। ১০,৪০০ টাকা ছাড় রয়েছে। তার উপর ICICI ব্যাংক, SBI ব্যাংক এবং Kotak ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ৩,০০০ টাকা ছাড় পেতে পারেন। OneCard ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য ৪,০০০ টাকা অতিরিক্ত ছাড় রয়েছে। HDFC ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারকারীরা পাবেন ৪,৫০০ টাকা ডিসকাউন্ট। অর্থাৎ ১,০৫,০০০ টাকায় কেনকে যাবে স্মার্টফোনটি।
iPhone 16 Pro কেনা কি ঠিক হবে?
যদি বাজেট নিয়ে চিন্তা না থাকে তাহলে অবশ্যই অ্যাপল আইফোন ১৬ প্রো বিবেচনা করা উচিত। এই ফোনের একটি সোনালি রংয়ের ভ্যারিয়েন্ট রয়েছে যা দেখতে অসাধারণ। রয়েছে একাধিক সেরা ফিচার, যেমন ৬.৩ ইঞ্চি ডিসপ্লে, পাতলা বেজেল, ১২০ হার্টজ প্রো মোশন বৈশিষ্ট্য এবং উন্নত ক্যামেরা। তবে আপনার বাজেট যদি কম হয় বা এই দামে কেনা ঠিক হবে কিনা তা নিয়ে সংশয় থাকে তাহলে এড়িয়ে যাওয়াটাই ঠিক হবে।
তবে আপনি যদি EMI এর মাধ্যমে এটি কিনতে আগ্রহী হন তাহলে বিবেচনা করতে পারেন। কারণ বর্তমানে, একাধিক ব্যাংকের তরফে আকর্ষণীয় EMI অফার ও বাড়তি ছাড় দেওয়া হচ্ছে, যার মাধ্যমে বেশ কম খরচে আইফোন ১৬ প্রো স্মার্টফোন পাওয়া যাবে।