Apple অপেক্ষার অবসান ঘটিয়ে চতুর্থ প্রজন্মের এন্ট্রি-লেভেল আইফোন নিয়ে হাজির হল, যার নাম iPhone 16e। যদিও এটি প্রথমে iPhone SE 4 নামে আসার কথা ছিল। নতুন iPhone SE একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন। অ্যাপলের সবচেয়ে সস্তা আইফোন হওয়া সত্ত্বেও এতে iPhone 16 সিরিজে ব্যবহৃত A18 চিপসেট রয়েছে। অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থন করার ফলে ফোনটি ইমেজ প্লেগ্রাউন্ড, জেনমোজি, রাইটিং টুলস এবং উন্নত সিরির মতো বৈশিষ্ট্য নিয়ে এসেছে।
ভারত iPhone 16e এর দাম
ভারতে আইফোন ১৬ই মডেলের বেস ১২৮ জিবি মডেলের দাম ৫৯,৯০০ টাকা। এটি ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টেও উপলব্ধ। এগুলির দাম যথাক্রমে ৬৯,৯০০ টাকা এবং ৮৯,৯০০ টাকা। কেবল দুটি রঙে পাওয়া যাবে এই ফোন – সাদা এবং কালো। প্রি-অর্ডার ২১ ফেব্রুয়ারি, অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ৬.৩০ টা থেকে শুরু হবে। বিক্রি ২৮ ফেব্রুয়ারি থেকে চালু হবে বলে জানানো হয়েছে।
iPhone 16e স্পেসিফিকেশন ও ফিচার্স
আইফোন ১৬ই মডেলে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে রয়েছে যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট, সিরামিক শিল্ড, হাই-ডাইনামিক রেঞ্জ, এবং ১২০০ নিট সর্বোচ্চ ব্রাইটনেস অফার করে। আইফোন ১৬ সিরিজের মতো এ১৮ প্রসেসর থাকছে এতে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ অপশন পাওয়া যাবে।
আইফোন ১৬ই একটি ৪৮ মেগাপিক্সেলের ফিউশন রিয়ার ক্যামেরা এবং সিঙ্গেল ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করে। ব্যাক ক্যামেরা ৬০ এফপিএসে ডলবি ভিশনে 4K ভিডিয়ো রেকর্ড করতে পারবে। অ্যাপল ব্যাটারি সম্পর্কে বিশদ প্রকাশ করেনি, তবে ২০ ওয়াট অথবা তার বেশি অ্যাডাপ্টারের সাহায্যে ৩০ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হবে বলে জানা গিয়েছে।
ব্যাটারিটি ২৬ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক এবং ৯০ ঘন্টা পর্যন্ত অডিও সমর্থন করে। নতুন মডেলটি আইওএস ১৮ সফটওয়্যারে চলবে যা অ্যাপল ইন্টেলিজেন্স, আরসিএস এবং স্যাটেলাইট যোগাযোগের মতো উন্নত ওয়্যারলেস কানেক্টিভিটি সাপোর্ট করে। পাশাপাশি অ্যাপশন বাটন ও ইউএসবি টাইপ সি পোর্ট পাওয়া যাবে।
A18 প্রসেসর চালিত iPhone 16e দ্রুত এবং মসৃণ পারফরম্যান্স প্রদান করে বলে দাবি করা হচ্ছে। এতে একটি হেক্সা কোর CPU রয়েছে, যা iPhone 11-এর A13 Bionic চিপের থেকে ৮০ শতাংশ ফাস্ট। আবার GPU-তে “অত্যাশ্চর্য গ্রাফিক্স”-এর জন্য চারটি কোর আছে। এতে ১৬টি কোরের নিউরাল ইঞ্জিনও পাওয়া যাবে যা “বড় জেনারেটিভ মডেলের জন্য অপ্টিমাইজ করা” এবং A13 Bionic-এর চেয়ে ৬ গুণ বেশি দ্রুত গতিতে মেশিন লার্নিং (ML) মডেল চালাতে সক্ষম।