মোবাইল

৪০০০ টাকা ডিসকাউন্ট, সস্তা iPhone 16e প্রথম সেলে বাম্পার ডিসকাউন্টে কেনার বিরাট সুযোগ

Published on:

IPhone 16e sale starts today in india apple Flipkart amazon offers

সম্প্রতি অ্যাপল তাদের সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল iPhone 16e লঞ্চ করেছে। এটি আইফোন এসই ৩ এর উত্তরসূরি হিসাবে এসেছে। এটি বাজেট রেঞ্জে এলেও দুর্দান্ত ফিচার অফার করবে। এতদিন ডিভাইসটি প্রি-অর্ডার করা যাচ্ছিল। তবে আজ থেকে iPhone 16e এর প্রি-অর্ডার বন্ধ হচ্ছে এবং আজ থেকে সেল শুরু হচ্ছে।

সাশ্রয়ী মূল্যের ফোনটির ডিজাইনে নতুনত্ব দেখা যাবে এবং এতে টাচ আইডির পরিবর্তে ফেস আইডি আছে। এর পাশাপাশি ফ্ল্যাট অ্যালুমিনিয়াম ফ্রেম উপস্থিত, যা প্রিমিয়াম ফিল দেয়। আর যেখানে আইফোন এসই ৩ ডিভাইসটি আইপি৬৭ রেটিং সহ এসেছিল, নতুন ফোনটি আইপি৬৮ ধুলো এবং জল প্রতিরোধী রেটিং সহ লঞ্চ হয়েছে

দুর্দান্ত পারফরম্যান্স এবং এআই ফিচার

আইফোন ১৬ই স্মার্টফোনে এ১৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এতে ৮ জিবি র‌্যাম পাওয়া যাবে। এই ফোনে গ্রাফিক্স সমৃদ্ধ গেম খেলা যাবে এবং এতে অ্যাপল ইন্টেলিজেন্স (এআই) ফিচার উপস্থিত। দাবি করা হচ্ছে, ফুল চার্জে এই ৫জি আইফোন ২৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম দেবে। এর সাথে রয়েছে একটি অ্যাকশন বাটনও রয়েছে। তবে নতুন ডিভাইসটিতে ম্যাগসেফ সাপোর্ট নেই।

দাম ও সেল অফার

ভারতে iPhone 16e এর দাম শুরু হয়েছে ৫৯,৯০০ টাকা থেকে। এটি ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট, অ্যামাজন ও বিভিন্ন রিটেল স্টোর থেকে এর সেল শুরু হয়েছে।

ফ্লিপকার্টে iPhone 16e আকর্ষণীয় ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। কোটাক ব‌্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৪,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। আবার আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডেও রয়েছে ৪,০০০ টাকা ডিসকাউন্ট। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ২,৯৯৫ টাকা ছাড় দেওয়া হবে।