১৯ ফেব্রুয়ারি লঞ্চ হয়েছে অ্যাপলের সবথেকে সস্তা স্মার্টফোন iPhone 16e। ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। ফোনের দাম রাখা হয়েছে ৫৯,৯০০ টাকা। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে স্মার্টফোনের প্রি-অর্ডার। এটি মাসিক কিস্তি অর্থাৎ EMI বিকল্পে কিনতে পারবেন ক্রেতারা। অনলাইন ছাড়াও অফলাইনে মুম্বাইয়ের বিকেসি এবং দিল্লির সাকেতে অবস্থিত অ্যাপল স্টোরে ট্রেড-ইন প্রোগ্রামের সুবিধা পাওয়া যাবে।
২৮ ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু iPhone 16e ফোনের
কেনা যাবে ৪৯,৯০০ টাকায়
অফিসিয়াল সেল শুরু হওয়ার আগে ভারতে অ্যাপলের ডিস্ট্রিবিউটর, রেডিংটন, আইফোন ১৬ই-তে বিশেষ অফার ঘোষণা করেছে। এই ছাড়ের মাধ্যমে ৪৯,৯০০ টাকায় স্মার্টফোনটি কিনতে পারবেন। যদি আপনার স্মার্টফোন আপগ্রেড করার পরিকল্পনা থাকে, তাহলে অ্যাপলের লেটেস্ট আইফোন ১৬ই স্মার্টফোনে এই অফারগুলি উপভোগ করার এটাই উপযুক্ত সময়।
ভারতে iPhone 16e এর দাম ও অফার
দেশে iPhone 16e তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যার মধ্যে বেস ১২৮ জিবি মডেলের দাম ৫৯,৯০০ টাকা। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯০০ টাকা এবং টপ ৫১২ জিবি মডেলের দাম ৮৯,৯০০ টাকা।
অ্যাপলের ডিস্ট্রিবিউটর রেডিংটন, iPhone 16e-তে বেশ কয়েকটি ব্যাংক অফারের ঘোষণা করেছে। ICICI Bank, Kotak Mahindra Bank, অথবা SBI Bank ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ৪,০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন, যার ফলে দাম কমে হবে ৫৫,৯০০ টাকা। উপরন্তু, ট্রেড-ইন প্রোগ্রামে ৬,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা রয়েছে। উভয় অফার যদি যোগ করেন তাহলে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন, অর্থাৎ ৪৯,৯০০ টাকায় কেনা যাবে নতুন আইফোন।