প্রথমবার 12 জিবি র‌্যাম সহ আসছে iPhone 17 Air, iPhone 17 Pro ও iPhone 17 Pro Max, ফাঁস হল দাম

চলতি মাসে অর্থাৎ ৯ সেপ্টেম্বর বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে iPhone 17 সিরিজ‌। ইতিমধ্যেই এই সিরিজ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার ডেটা অ্যানালিটিক্স কোম্পানি ট্রেন্ডফোর্স দাবি করেছে, iPhone 16 লাইনআপের তুলনায় iPhone 17 সিরিজের মোট শিপমেন্টে ৩.৫ শতাংশ বাড়বে। পাশাপাশি তারা আসন্ন সিরিজের ফোনগুলির কিছু বিশেষ স্পেসিফিকেশনও শেয়ার করেছে। তারা জানিয়েছে যে, এই সিরিজের iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max মডেলগুলি আইফোনের ইতিহাসে প্রথমবার ১২ জিবি র‌্যাম সহ আসতে চলেছে। আসুন ডিভাইসগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

iPhone 17 এর ফিচার ও দাম

ট্রেন্ডফোর্সের রিপোর্ট থেকে জানা গেছে, আইফোন ১৭ মডেলে ৬.২ ইঞ্চি ফ্লেক্সিবল অ্যামোলেড অন-সেল ডিসপ্লে থাকবে, যা এলটিপিও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ আসবে। পারফরম্যান্সের জন্য এতে ৩ এনএম প্রসেসে তৈরি এ১৯ চিপ এবং ৮ জিবি LPDDR5X র‌্যাম থাকবে। এটি ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এদের দাম থাকবে যথাক্রমে ৭৯৯ ডলার (প্রায় ৭০ হাজার টাকা), ৮৯৯ ডলার (প্রায় ৭৯ হাজার টাকা) এবং ১০৯৯ (প্রায় ৯৭ হাজার টাকা)।

iPhone 17 Air এর স্পেসিফিকেশন ও মূল্য

iPhone 17 Air স্মার্টফোনে এলটিপিও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি বড় ফ্লেক্সিবল অ্যামোলেড অন-সেল ডিসপ্লে থাকতে পারে। এতে এ১৯ প্রসেসর এবং ১২ জিবি র‌্যাম দেওয়া হবে। ডিভাইসটি ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১টিবি স্টোরেজ সহ আসবে। এদের দাম থাকবে যথাক্রমে ১০৯৯ ডলার (প্রায় ৯৭ হাজার টাকা), ১২৯৯ ডলার (প্রায় ১.১৫ লাখ টাকা) এবং ১৪৯৯ ডলার (প্রায় ১.৩২ লাখ টাকা)।

iPhone 17 Pro এর ফিচার, স্পেসিফিকেশন ও দাম

iPhone 17 Pro স্মার্টফোনের সামনে এলটিপিও ১২০ হার্টজ সাপোর্টসহ ৬.২ ইঞ্চি ফ্লেক্সিবল অ্যামোলেড অন-সেল ডিসপ্লে দেখা যাবে। এটি শক্তিশালী এ১৯ প্রো প্রসেসরে চলবে। এতে থাকবে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১টিবি স্টোরেজ। এগুলোর দাম রাখা হবে যথাক্রমে ১১৯৯ ডলার (প্রায় ১.০৫ লাখ টাকা), ১৩৯৯ ডলার (প্রায় ১.২৪ লাখ টাকা) এবং ১,৫৯৯ ডলার (প্রায় ১.৪০ লাখ টাকা)।

iPhone 17 Pro Max এর ফিচার ও মূল্য

আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলে ৬.৮ ইঞ্চি ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা এলটিপিও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। প্রো মডেলে দেওয়া হবে এ১৯ প্রো প্রসেসর এবং ১২ জিবি র‌্যাম। এটি ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১টিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। এদের মূল্য ধার্য করা হবে যথাক্রমে ১২৯৯ (প্রায় ১.১৫ লাখ টাকা), ১৪৯৯ ডলার (প্রায় ১.৩২ লাখ টাকা) এবং ১৬৯৯ ডলার (প্রায় ১.৫০ লাখ টাকা)।