Apple আজ প্রত্যাশা মতোই ‘Awe Droping’ ইভেন্টে নতুন iPhone 17 লঞ্চ করেছে। অ্যাপল পার্কে অনুষ্ঠিত এই ইভেন্টে কোম্পানির সিইও টিম কুক বক্তৃতা দেওয়ার সময় নতুন এই আইফোন মডেলের ঘোষণা করেছেন। এটি A18 চিপসেটের উত্তরসূরী এবং iOS 26 অপারেটিং সিস্টেমের সাথে বাজারে এসেছে। আর হ্যান্ডসেটে পাওয়া যাবে উন্নত ক্যামেরা ও বড় ব্যাটারি। আবার iPhone 17 মডেলে রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্সের সাপোর্ট। আসুন স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।
iPhone 17 এর ২৫৬ জিবি স্টোরেজ সহ বেস মডেলের দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার (প্রায় ৭০,৪০০ টাকা) থেকে শুরু হয়। এছাড়া এটি ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। ভারতে iPhone 17 এর দাম শুরু হয়েছে ৮২,৯০০ টাকা থেকে।
এটি মিস্ট ব্লু, ল্যাভেন্ডার, সেজ, হোয়াইট ও ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। আইফোন ১৭ এর প্রি-অর্ডার শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। আর বিশ্বব্যাপী সেল শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।
iPhone 17 মডেলটি ডুয়েল সিম (মার্কিন যুক্তরাষ্ট্রে: ইসিম, গ্লোবাল মার্কেটে: ন্যানো+ইসিম) সহ এসেছে এবং এটি iOS 26 অপারেটিং সিস্টেমে চলবে। এতে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটের সাথে ৬.৩ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন ৩,০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস ও অলওয়েজ অন ডিসপ্লে ফিচার সাপোর্ট করবে। আর ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড ২। আবার ধুলো এবং জল প্রতিরোধের জন্য এই হ্যান্ডসেটে রয়েছে IP68 রেটিং।
ফটোগ্রাফির জন্য আইফোন ১৭ মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম উপস্থিত। এই ক্যামেরাগুলি হল এফ/১.৬ অ্যাপারচার এবং সেন্সর-শিফ্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৪৮ মেগাপিক্সেল ফিউশন প্রাইমারি ক্যামেরা। এই সেন্সরটি ৫২ মিমি ফোকাল লেন্থ সহ ২এক্স টেলিফটো ক্যামেরা হিসাবেও কাজ করবে। এর সাথে এফ/২.২ অ্যাপারচার এবং ম্যাক্রো সেন্সর সহ ৪৮ মেগাপিক্সেল ফিউশন আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের জন্য iPhone 17 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে এ১৯ চিপসেট। এতে ১৬ কোর নিউরাল ইঞ্জিন পাওয়া যাবে। অ্যাপলের এই ডিভাইসটি ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।
ব্যাটারির কথা বললে, কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, iPhone 17 মডেলটি iPhone 16 এর তুলনায় আট ঘন্টা বেশি ব্যাটারি লাইফ অফার করবে। এতে আরও ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এদিকে, ১০ মিনিটের চার্জে ডিভাইসটি আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে বলে জানানো হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.