মোবাইল

iPhone 17 Pro, iPhone 17 Pro তিনটি 48 মেগাপিক্সেল ক্যামেরা ও A19 Pro চিপ সহ লঞ্চ হল, ভারতে দাম কত

Apple iPhone 17 Pro ও 17 Pro Max মঙ্গলবার আয়োজিত Awe Droping ইভেন্টে লঞ্চ হয়েছে। এদের সাথে iPhone 17 এবং নতুন Air মডেলটিও বাজারে এসেছে। প্রত্যাশা মতোই নতুন iPhone 17 Pro সিরিজে পারফরম্যান্সের জন্য A19 Pro চিপ ব্যবহার করা হয়েছে। আর উভয় ডিভাইস iOS 26 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। iPhone 16 Pro সিরিজের উত্তরসূরি হিসেবে আসা নতুন দুই স্মার্টফোনে পাওয়া যাবে আধুনিক কুলিং সিস্টেম ও অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট।

iPhone 17 Pro ও iPhone 17 Pro Max এর দাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রে iPhone 17 Pro এর ২৫৬ জিবি স্টোরেজ সহ বেস ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,০৯৯ ডলার (প্রায় ৯৬,৯০০ টাকা। আবার iPhone 17 Pro এর দাম শুরু হয়েছে ১,১৯৯ ডলার (প্রায় ১,৫০০০ টাকা) থেকে। উভয় মডেল ৫১২ জিবি ও ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে।

ভারতে মূল্য ও কালার অপশন

ভারতে আইফোন ১৭ প্রো দাম শুরু হয়েছে ১,৩৪,৯০০ টাকা থেকে। আর আইফোন ১৭ প্রো ম্যাক্স কিনতে নূন্যতম ১,৪৯,৯০০ টাকা খরচ করতে হবে। এগুলি কসমিক অরেঞ্জ, ডিপ ব্লু এবং সিলভার কালার অপশনে পাওয়া যাবে।

প্রি-অর্ডার ও সেলের তারিখ

আইফোন ১৭ প্রো মডেলগুলি আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার‌ করা যাবে। আর এই স্মার্টফোনগুলির বিশ্বব্যাপী বিক্রি শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।

iPhone 17 Pro ও iPhone 17 Pro Max এর স্পেসিফিকেশন ও ফিচার

এবছর iPhone 17 Pro সিরিজের হ্যান্ডসেট দুটি অ্যালুমিনিয়াম বিল্ড সহ লঞ্চ হয়েছে। যেখানে আমরা অ্যাপলকে প্রো মডেলগুলি টাইটেনিয়াম বডি সহ আনতে দেখতাম।‌ তবে হতাশ হওয়ার কিছু নেই, কারণ নতুন এয়ার মডেলটি পেয়েছে টাইটানিয়াম বডি।

এদিকে iPhone 17 Pro হল আইফোনের ইতিহাসে প্রথম ভেপার চেম্বার কুলিং সিস্টেম সহ আসা ফ্ল্যাগশিপ স্মার্টফোন। বেস মডেলে আছে ১২০ হার্টজ পর্যন্ত প্রোমোশন সহ ৬.৩ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিডিআর ডিসপ্লে। আর iPhone 17 Pro Max ডিভাইসে একই ফিচার সহ ৬.৯ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। উভয় হ্যান্ডসেটের ডিসপ্লে ৩০০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। আর সুরক্ষার জন্য এগুলিতে সিরামিক শিল্ড ২ ব্যবহার করা হয়েছে।

iPhone 17 Pro মডেল দুটিতে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী নতুন A19 Pro চিপসেট দেওয়া হয়েছে। অ্যাপল দাবি করেছে যে এই চিপ পুরানো প্রজন্মের চিপের তুলনায় ৪০ শতাংশ পর্যন্ত দ্রুত পারফরম্যান্স অফার করবে। এতে ছয়-কোর সিপিইউ এবং ছয়-কোর জিপিইউ উপস্থিত আছে।

ক্যামেরার কথা বললে, iPhone 17 Pro হ্যান্ডসেট দুটিতে ৪৮ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ৪৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যেখানে আগের প্রো মডেলে ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ছিল। অ্যাপল বলছে যে এই সেন্সরটি ৫৬ শতাংশ বড়। আর এতে ৮এক্স অপটিক্যাল জুম, ৪০ ডিজিটাল জুম সাপোর্ট করবে। সামনের দিকে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য উভয় স্মার্টফোনে ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

iPhone 17 Pro ও iPhone 17 Pro Max ডিভাইস দুটি আইওএস ২৬ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। এই ওএসে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সাপোর্ট করবে। যার মাধ্যমে মেসেজ, ফেসটাইম এবং ফোন অ্যাপে লাইভ ট্রান্সলেট সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

ব্যাটারির কথা বললে, অ্যাপল দাবি করেছে যে iPhone 17 Pro Max মডেলটি “সেরা ব্যাটারি লাইফ” অফার করবে। আর ডিভাইসগুলি ২০ মিনিটের মধ্যে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে বলে জানা গেছে।

Tech Gup Desk

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

10 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

11 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

11 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

23 hours ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

23 hours ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

1 day ago

This website uses cookies.