মোবাইল

দীর্ঘ ছয় বছর পর আপগ্রেড, এই প্রথম আইফোনে 24MP সেলফি ক্যামেরা!

Published on:

iphone-17-pro-max-camera-specifications-leak

সবকিছু ঠিকঠাক চললে Apple iPhone 17 সিরিজের ডিজাইন পাল্টে যেতে পারে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, আসন্ন আইফোনগুলিতে বহু বছর ধরে ব্যবহার হয়ে আসা চৌকো ক্যামেরা বাম্পের পরিবর্তে আয়তকার ক্যামেরা বাম্প থাকবে। জল্পনা আরও বাড়িয়েছে iPhone 17 Pro-এর ফাঁস হওয়া একটি চ্যাসিস। যাতে পিক্সেল-এর মতো ক্যামেরা ডিজাইন লক্ষ্য করা গিয়েছে।

iPhone 17 Pro ক্যামেরা স্পেসিফিকেশন

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, অ্যাপল গত বছরের আইফোন 16 প্রো সিরিজের ক্যামেরাই ব্যবহার করবে। অর্থাৎ আইফোন 17 প্রো পূর্বসূরীর ট্রিপল-লেন্স রিয়ার ক্যামেরা সেটআপ ধরে রাখবে। যেখানে 48-মেগাপিক্সেল প্রধান সেন্সর, একটি 48-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি 48-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে।

WhatsApp Community Join Now

রিপোর্টে আরও বলা হয়েছে, প্রাইমারি ও টেলিফটো লেন্স উভয়ই গ্লাস এবং প্লাস্টিকের সংমিশ্রণ ব্যবহার করবে, যা জিপি লেন্স নামে পরিচিত। তবে ব্যাক ক্যামেরা অপরিবর্তিত থাকলেও সেলফি ক্যামেরায় আপগ্রেড আসবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। আইফোন 17 প্রো সিরিজের ফ্রন্ট ক্যামেরা 12 মেগাপিক্সেল থেকে 24-মেগাপিক্সেলে আপগ্রেড করা হতে পারে।

উল্লেখ্য, iPhone 16 Pro সিরিজের সাথে ক্যামেরা হার্ডওয়্যারে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে অ্যাপল। যেমন, লাইনআপে একটি নতুন 48 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা, আপডেটেড 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ডেডিকেটেড ক্যামেরা কন্ট্রোল বাটন যুক্ত হয়েছে। যদি হার্ডওয়্যার সেটআপ একই থাকে, iPhone 17 Pro সিরিজের সফটওয়্যারে বড়সড় পরিবর্তন আসবে বলে আশা করা যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন