৫৫ হাজার টাকা পর্যন্ত ছাড়, Amazon Great Freedom সেলে কোন স্মার্টফোন কত দামে কেনা যাবে দেখে নিন

ফের সস্তায় অনলাইন কেনাকাটার সুযোগ আসছে আপনার সামনে। আসলে স্বাধীনতা দিবস উপলক্ষে Amazon Great Freedom Festival 2025 সেল আগামী ৩১ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হবে। যদিও অ্যামাজন প্রাইম মেম্বাররা ১২ ঘণ্টা আগে কেনাকাটার সুযোগ পাবেন। অর্থাৎ তাদের জন্য ৩০ জুলাই রাত ১২টা থেকেই সেল শুরু হয়ে যাবে। অ্যামাজন ইতিমধ্যেই Great Freedom Festival সেলের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। এখান থেকে কোন প্রোডাক্টের সাথে কি অফার পাওয়া যাবে তা জানানো হয়েছে।
Amazon Great Freedom Festival 2025 সেলে স্মার্টফোনে অফার
অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল ২০২৫ সেলে বাম্পার ডিসকাউন্টে কেনা যাবে Samsung Galaxy S24 Ultra, Galaxy Z Fold 6, iPhone 15, OnePlus 13R-এর মতো জনপ্রিয় ফোন। এরমধ্যে Galaxy S24 Ultra মডেলটি ১,৩৪,৯৯৯ টাকার পরিবর্তে ব্যাঙ্ক অফার সহ মাত্র ৭৯,৯৯৯ টাকায় সেলে বিক্রি হবে।
আবার iPhone 15 ডিভাইসটির এমআরপি ৬৯,৯০০ টাকা হলেও সেলে ব্যাঙ্ক অফার সহ ৫৮,২৪৯ টাকায় কেনা যাবে। এরজন্য SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। অন্যথায় এই ফোনের দাম পড়বে ৬১,৯৯৯ টাকা। এর সাথে ইএমআই অপশনও উপলব্ধ আছে।
কোন কোন ফোনে থাকছে সবচেয়ে বেশি ছাড়
Samsung Galaxy S24 Ultra এর আসল দাম ১,৩৪,৯৯৯ টাকা, অফারে দাম ৭৯,৯৯৯ টাকা। আর iPhone 15 এর আসল দাম ৬৯,৯০০ টাকা, সেলে বিক্রি হবে ৫৮,২৪৯ টাকায়। আবার iQOO Z10R 5G মডেলটি ২৩,৪৯৯ টাকার পরিবর্তে ১৭,৪৯৯ টাকায় তালিকাভুক্ত থাকবে। এদিকেৎOnePlus Nord CE 5 স্মার্টফোনটি কেনা যাবে ২২,৯৯৯ টাকায়, যার আসল দাম ২৪,৯৯৯ টাকা।
এছাড়া Amazon Great Freedom Festival 2025 সেলে Samsung Galaxy M36 5G ডিভাইসটি ২২,৯৯৯ টাকার পরিবর্তে ১৫,৯৯৯ টাকায় বিক্রি হবে। Redmi 13 Prime হ্যান্ডসেটটিরও আসল দাম ১৯,৯৯৯ টাকা হলেও সেলে পাওয়া যাবে ১১,২৪৯ টাকা। আর Realme Narzo 80 Lite 5G নিজের করতে পারবেন ১৪,৯৯৯ টাকার বদলে ১০,৪৯৯ টাকায়। আবার iQOO Neo 10R 5G, OnePlus 13R ও OPPO Reno 14 5G এই সেলে যথাক্রমে ২২,৯৯৯ টাকায়, ৩৬,৯৯৯ টাকায়, ৩৪,২০০ টাকায় পাওয়া যাবে, যাদের আসল দাম যথাক্রমে ৩১,৯৯৯ টাকা, ৪৪,৯৯৯ টাকা ও ৪২,৯৯৯ টাকা।