iPhone 17 সিরিজের প্রি-অর্ডার শুরু হচ্ছে Croma থেকে, অনলাইন ও অফলাইন স্টোর থেকে করা যাবে বুকিং

অ্যাপল সম্প্রতি ভারতে লঞ্চ করেছে iPhone 17 সিরিজ। এই সিরিজের অধীনে চারটি মডেল এসেছে – iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max ও iPhone Air। ক্রোমা থেকে এই চারটি ডিভাইসের প্রি-বুকিং শীঘ্রই শুরু হচ্ছে। ক্রেতারা ২০৬টি শহরের ৫৭৪টি ক্রোমা স্টোরের পাশাপাশি croma.com থেকে ফোনগুলি অর্ডার করতে পারবেন। আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৫:৩০ টার পর থেকে হ্যান্ডসেটগুলি প্রি-বুক করা যাবে।

এদিকে iPhone 17 সিরিজের প্রথম সেল ১৯ সেপ্টেম্বর সকাল ৮:০০ টা থেকে শুরু হবে। বেস মডেল এবং iPhone Air বুক করতে ২০০০ টাকা প্রয়োজন হবে। আর iPhone 17 Pro ও Pro Max মডেল প্রি-অর্ডার করতে ১৭,০০০ টাকা দিতে হবে।

iPhone 17 সিরিজের পাশাপাশি ক্রোমা থেকে সদ্য বাজারে আসা Apple Watch Series 12, Watch Ultra 3, Watch SE 3 এবং AirPods 3 Pro ডিভাইসগুলিও প্রি-অর্ডার শুরু হচ্ছে। এদেরও সেল শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। আর প্রি-বুক করতে ক্রেতাদের ২,০০০ টাকা দিতে হবে।

iPhone 17 সিরিজ কীভাবে প্রি-বুকিং করবেন?

ক্রোমা স্টোরে যান: আপনি আপনার নিকটতম ক্রোমা স্টোরে গিয়ে সরাসরি আইফোন ১৭ সিরিজ প্রি-বুকিং করতে পারবেন।

অনলাইন প্রি-বুকিং: croma.com ওয়েবসাইটে গিয়ে আইফোন ১৭ সিরিজের মডেল নির্বাচন করে ‘ প্রি-বুক নাউ’ -এ ক্লিক করুন।

প্রি-বুকিং অ্যামাউন্ট: iPhone 17 ও iPhone Air এর জন্য ২,০০০ টাকা এবং iPhone 17 Pro ও Pro Max এর জন্য ১৭,০০০ টাকা জমা করতে হবে।

বুকিং ইমেল ও SMS পাবেন: অর্থ প্রদানের পরে, আপনি ইমেল এবং SMS এর মাধ্যমে বুকিং হয়েছে কিনা তা জানতে পারবেন।

সেল শুরু হলে ডিভাইস পাবেন: ১৯ সেপ্টেম্বর থেকে আপনি স্টোরে ভিজিট করে বা অনলাইনেও ফোনগুলির ডেলিভারি নিতে পারবেন।

iPhone 17 সিরিজের দাম

ভারতে iPhone 17 (২৫৬ জিবি) এর দাম ৮২,৯০০ টাকা থেকে শুরু হয়েছে। আর এর ৫১২ জিবি ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১,০২,৯০০ টাকা।

iPhone Air এর বেস মডেলের মূল্য ধার্য করা হয়েছে ১,১৯,৯০০ টাকা। এটি ১ টিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

এদিকে iPhone 17 Pro এর প্রারম্ভিক মূল্য ১,৩৪,৯০০ টাকা রাখা হয়েছে। আর iPhone 17 Pro Max এর টপ ভ্যারিয়েন্টের (২ টিবি) দাম পড়বে ২,২৯,৯০০ টাকা।