আইফোনের ডিজাইন নিয়ে সবসময় প্রশ্ন ওঠে। কারণ অ্যাপল তাদের স্মার্টফোনে নতুন নতুন ফিচার যোগ করলেও ডিজাইনে বিশেষ পরিবর্তন আনে না। তবে আসন্ন iPhone 17 লাইনআপের ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে বলে জানা গেছে। এর বেস মডেলের রিয়ার ক্যামেরা মডিউল গুগল পিক্সেলের মতো দেখতে হবে। টিপস্টার Majin Bu নতুন ডিজাইন সহ এই আইফোনের ছবি শেয়ার করেছেন। ছবিতে iPhone 17 মডেলে অনুভূমিকভাবে অবস্থিত দুটি রিয়ার ক্যামেরা দেখা গেছে, আর প্রো মডেলে পূর্বসূরী, আইফোন ১৬ প্রো এর মতো ক্যামেরা লেআউট থাকতে পারে বলে টিপস্টার জানিয়েছেন।
iPhone 17 এর ডিজাইন
মাজিন বলেছেন যে স্ট্যান্ডার্ড আইফোন ১৭ এর ক্যামেরা সেন্সর এয়ার ভার্সনের তুলনায় বড় হবে। আসন্ন আইফোন ১৭ এয়ার মডেলের পিছনের প্যানেলের উপরের দিকে একটি ক্যামেরা সেন্সর থাকবে এবং এটি বৃত্তাকার কাটআউট এবং আয়তক্ষেত্রাকার মডিউলের মধ্যে অবস্থিত হবে।
এদিকে আইফোন ১৭ এর ছবিতে প্রাইমারি এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা দুটি অনুভূমিকভাবে দেখা গেছে, একটি ক্যামেরা বারের মধ্যে সেন্সরগুলি থাকবে। এর ডান দিকে একটি এলইডি ফ্ল্যাশও থাকবে। ক্যামেরা বারটি গাঢ় রঙের হবে বলে মনে হচ্ছে। ছবিতে ফোনটিকে সাদা রঙে দেখা গেছে।
According to the information I’ve managed to obtain, there is a version of the iPhone 17 design that mainly changed the camera layout compared to the previous version.
It is assumed that the camera module of the base version is wider than that of the Air version with a single… pic.twitter.com/Egl2rw2iDl
— Majin Bu (@MajinBuOfficial) February 13, 2025
iPhone 17 Pro এর ডিজাইন
জন প্রোসার তার সাম্প্রতিক ইউটিউব ভিডিওতে উল্লেখ করেছেন যে আইফোন ১৭ প্রো মডেলে বড় ক্যামেরা বার ডিজাইন থাকবে। তবে, বারের মধ্যের ক্যামেরা লেন্স লেআউট আগের আইফোন প্রো মডেলগুলির মতোই হবে, যার অর্থ ত্রিভুজাকার বিন্যাসে থাকবে।
প্রোসার জানিয়েছে যে আইফোন ১৭ প্রো এর ব্যাক প্যানেলে বড় ক্যামেরা বারের সাথে ডুয়াল-টোন ডিজাইন দেখা যাবে। আর আসন্ন আইফোন মডেলগুলি হালকা বলে বলা হচ্ছে, তবে এগুলিতে অ্যালুমিনিয়াম বা টাইটানিয়াম বিল্ড থাকবে কিনা তা স্পষ্ট নয়।
কবে লঞ্চ হবে iPhone 17 সিরিজ?
আগের টাইমলাইন অনুযায়ী আইফোন ১৭ সিরিজ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে।