iPhone 17 vs iPhone 17 Pro vs iPhone 17 Pro Max: ভারতে কত দাম হবে নতুন আইফোনের, কবে লঞ্চ জানুন

iPhone 17 সিরিজকে ঘিরে অ্যাপল প্রোডাক্ট প্রেমীদের মধ্যে প্রত্যাশার পারদ ধীরে ধীরে চড়ছে। যদিও কোম্পানির তরফে এখনো কিছুই জানানো হয়নি, তবে আশা করা যায় আগামী সেপ্টেম্বরে এই সিরিজ বাজারে আসবে। আর এই সিরিজের অধীনে লঞ্চ হবে চারটি মডেল – iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। কিছু রিপোর্টে এটাও বলা হচ্ছে, Pro Max-এর জায়গায় হয়তো “Ultra” নামের একটা নতুন ভ্যারিয়েন্ট দেখা যেতে পারে। আসুন এই সিরিজ সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
iPhone 17 সিরিজের লঞ্চের সময়
যেহেতু অ্যাপল প্রায় সবসময়ই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাদের নতুন আইফোন সিরিজ লঞ্চ করে, তাই এবারও সেই নিয়মে কোনো পরিবর্তন আসবে না বলেই মনে হয়। গত কয়েক বছরের ইতিহাস ঘাটলে দেখা যাবে, আইফোন ১৬ এসেছিল ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর (সোমবার), আইফোন ১৫ এসেছিল ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার), এবং আইফোন ১৪ এসেছিল ৭ সেপ্টেম্বর (বুধবার)।
সেক্ষেত্রে এবার iPhone 17 লঞ্চ হতে পারে ৮ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে, সম্ভবত মঙ্গলবার বা বুধবারে। আর একই সপ্তাহের শুক্রবারেই শুরু হতে পারে প্রি-অর্ডার, অর্থাৎ ১২ সেপ্টেম্বর থেকে। আবার রিটেল স্টোরে ফোনগুলি ১৯ সেপ্টেম্বরের পর থেকে কেনা যাবে।
iPhone 17 সিরিজের ভারতে দাম
ভারতে আইফোন ১৭ এর দাম শুরু হতে পারে প্রায় ৭৯,৯০০ টাকা থেকে। যদিও প্রো মডেলের দাম বাড়তে পারে। এর পিছনে বড় কারণ – যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান ট্রেড টেনশন। আমেরিকায় আইফোন ১৭-এর দাম রাখা হতে পারে ৮৯৯ ডলারের আশেপাশে।
iPhone 17 সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন
আইফোন ১৭ সিরিজের ডিজাইনে বড় কোনো পরিবর্তন দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। তবে ফ্রন্ট ক্যামেরা ১২ মেগাপিক্সেল থেকে বেড়ে হবে ২৪ মেগাপিক্সেল। তবে রিয়ার ক্যামেরা একই থাকবে। আর র্যাম থাকবে ৮ জিবি, এবং ডিসপ্লেতে সম্ভবত ProMotion টেকনোলজি যুক্ত হবে।
পারফরম্যান্সের জন্য iPhone 17 মডেলে ব্যবহার করা হবে এ১৮ চিপ, আর Pro এবং Pro Max মডেলে থাকবে আরও শক্তিশালী এ১৯ প্রো চিপ। অন্যদিকে, নতুন যুক্ত হওয়া iPhone 17 Air মডেলে পাওয়া যাবে এ১৯ চিপ।
iPhone 17 Pro মডেলের জন্য আরও আকর্ষণীয় আপডেট সামনে এসেছে। বিশ্লেষক Jeff Pu দাবি করেছেন, Pro মডেলে থাকবে নতুন ডিজাইনের হরিজন্টাল ট্রিপল ক্যামেরা, যার মধ্যে ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে, যা ৩.৫x অপটিক্যাল জুম সাপোর্ট করবে।
এদিকে iPhone 17 Pro Max মডেলটি আগের চেয়ে ৫% মোটা হবে। আর এতে ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে ৫,০০০ এমএএইচ করা হতে পারে।