মোবাইল

কম দামে iPhone 16 ফোনের মতো স্বাদ, এপ্রিলেই লঞ্চ হচ্ছে iPhone SE 4

Published on:

Iphone se 4 iphone 16e-to-launch-in-april-says mark gurman

Apple চলতি বছরে iPhone SE 4 বা iPhone 16e নামে একটি নতুন সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল লঞ্চ করতে চলেছে। এটি 2022 সালে আসা iPhone SE 3 এর উত্তরসূরি হবে। বিভিন্ন রিপোর্ট থেকে সামনে এসেছে যে এই ডিভাইসটি এপ্রিল মাসে লঞ্চ হতে পারে এবং ডিসেম্বরের শেষ থেকে এর মাস প্রোডাকশন শুরু হয়েছে। সম্প্রতি মার্ক গার্মান একই দাবি করেছেন।

বিশিষ্ট সাংবাদিক মার্ক মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ জানিয়েছেন, শীঘ্রই আইফোন এসই 4 লঞ্চ হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে অ্যাপল তাদের পূর্বনির্ধারিত সময়েই সাশ্রয়ী মূল্যে লেটেস্ট আইফোন মডেলের উপর থেকে পর্দা সরাবে। অর্থাৎ এপ্রিলেই লঞ্চ হতে পারে এই ডিভাইস। তার আরও দাবি এই আইফোন মডেলটি iOS 18.4 অপারেটিং সিস্টেম বাজারে আসার আগেই লঞ্চ হবে। অর্থাৎ আইফোন এসই 4 ডিভাইসটি iOS 18.3 এর সাথে আসতে পারে।

WhatsApp Community Join Now

iPhone SE 4 এর নাম রাখা হতে পারে iPhone 16e

এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, অ্যাপল তাদের আসন্ন সাশ্রয়ী মূল্যের মডেলটি আইফোন এসই 4 এর পরিবর্তে আইফোন 16e নামে লঞ্চ করবে। যদি সত্যি সত্যি এমনটা হয় তাহলে আমরা হয়তো আর SE সিরিজের নতুন কোনো ফোন বাজারে আসতে দেখবো না। বরং অ্যাপল প্রতিবছর তাদের প্রিমিয়াম সিরিজের একটি সস্তা মডেল ‘e’ ব্র্যান্ডিং সহ আনতে পারে।

iPhone SE 4 বা iPhone 16e এর স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, আইফোন এসই 4 বা আইফোন 16e ডিভাইসটি নচযুক্ত আইফোন 8 এর মতো ডিজাইন সহ আসবে। তবে আইফোন 16 সিরিজের টোন ডাউন ভার্সন হওয়ার কারণে এটি মডার্ন লুকও প্রদান করবে। এতে 6.06 ইঞ্চি ওএলইডি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, যা আগের এসই মডেলে পাওয়া 4.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লের চেয়ে অনেকটা বড়। এছাড়াও এই ডিভাইসটি হাই-এন্ড আইফোনের অনুভূতি দেবে এবং এতে ফেস আইডি সাপোর্ট করবে।

এছাড়া iPhone SE 4 বা iPhone 16e ফোনে পারফরম্যান্সের জন্য A18 চিপসেট থাকতে পারে। এতে বেশি র‌্যামের সঙ্গে লেটেস্ট অ্যাপল ইন্টেলিজেন্স (এআই) ফিচার পাওয়া যাবে। নতুন আইফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন