স্পেসিফিকেশন ও ফিচার্স ছাড়াও, একটি ফ্ল্যাগশিপ ফোনের অন্যতম আকর্ষণ হল অতিরিক্ত সফটওয়্যার আপডেট ও সিকিউরিটি প্যাচ। সাধারণ ফোনের তুলনায় একটি দামি প্রিমিয়াম স্মার্টফোনে অনেক বছর ধরে অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যায়। এবার একধাপ এগিয়ে iQOO তাদের পুরনো ফ্ল্যাগশিপ ফোনের জন্য সফটওয়্যার সাপোর্টের মেয়াদ বাড়িয়ে দেওয়ার ঘোষণা করল।
২০২৩ সালের নভেম্বরে বাজারে আসা iQOO 12 মডেলটির অ্যান্ড্রয়েড এবং নিরাপত্তা আপডেটের মেয়াদ ১ বছর বাড়িয়ে দিয়েছে সংস্থা। সফটওয়্যার সাপোর্ট ২০২৮ সাল পর্যন্ত স্থায়ী ছিল, কিন্তু এখন সেটা ২০২৯ সাল পর্যন্ত চলবে। ডিভাইসটিতে চারটি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড ও পাঁচ বছর সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আইকিউ ইন্ডিয়া তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) প্রোফাইল থেকে পোস্ট করে জানিয়েছে, “আমরা আমাদের ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক কর্মক্ষমতা, নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদী মূল্য প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই আপডেট করা নীতি আপনার ডিভাইসটিকে সুরক্ষিত, আপ-টু-ডেট এবং আগামী বছরগুলিতে মসৃণভাবে চালানোর জন্য আমাদের নিষ্ঠার প্রতিফলন ঘটায়।”
স্পেসিফিকেশনের কথা বললে, iQOO 12 স্মার্টফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+, ৩০০০ নিট পিক ব্রাইটনেস এবং ফুল-এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭৮-ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, ১৬ জিবি + ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশন, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ ওয়াট সুপারফাস্ট চার্জিং, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, স্টিরিও স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রভৃতি রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.