আইকোর অন্যতম সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 13 5G। শুধু ক্যামেরা নয়, এতে রয়েছে শক্তিশালী প্রসেসর এবং পর্যাপ্ত ব্যাটারি ক্যাপাসিটি। আজকাল, কম দামে এই ধরনের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সহজে পাওয়া যায় না। যারা আগামীদিনে নতুন ফোন কেনার কথা ভাবছেন এবং হাতে টাকা কম, তারা Amazon-এ এই ডিল বিবেচনা করতে পারেন। iQOO 13 5G ফোনের উপর বেশ ভালো ছাড় রয়েছে।
আইকো ১৩ ৫জি ফোনের ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের আসল দাম ৬১,৯৯৯ টাকা। তবে এখন এটি ১১% ছাড়ে পাওয়া যাচ্ছে, অর্থাৎ নতুন দাম ৫৪,৯৯৮ টাকা। এছাড়াও, ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ২ হাজার টাকার ছাড় পেতে পারেন। কিস্তি দিয়ে কিনতে চাইলে, প্রতি মাসে ৪,৩১৬ টাকা থেকে শুরু EMI প্ল্যান।
এই স্মার্টফোনের উপর রয়েছে এক্সচেঞ্জ বোনাস। পুরনো ফোন এক্সচেঞ্জ করে সর্বাধিক ২২,৮০০ টাকা ছাড় পাওয়া যাবে। তবে তা নির্ভর করবে ফোনের অবস্থার উপর। সব অফার ও ছাড় যোগ করলে নূন্যতম ৩২,১৯৮ টাকায় পেয়ে যেতে পারেন এই ৫জি মোবাইল।
আইকো ১৩ ৫জি এর পিছনে গ্লাস ব্যাক এবং অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম রয়েছে। মিলবে ৬.৮২ ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে, যা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য উচ্চ-স্তরের কর্মক্ষমতা নিশ্চিত করে। ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।
ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৫। ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল সেন্সর এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 13 5G ডিভাইসে ৬,০০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এক চার্জে টানা অনেকক্ষণ চলতে পারে এই ডিভাইস।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.