বুধবার ভারতে লঞ্চ হল iQOO 15 ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এদেশে ডিভাইসটির দাম শুরু হয়েছে ৭২,৯৯৯ টাকা থেকে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট দেওয়া হয়েছে। সাথে পাওয়া যাবে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭০০০ এমএএইচ ব্যাটারি। iQOO 15 ফোনে রয়েছে ২কে রেজোলিউশনের ৬.৮৫ ইঞ্চি ডিসপ্লে। ভারতে ফোনটি দুটি রঙে এসেছে। নিরাপত্তার জন্য এতে আছে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ভারতে iQOO 15 এর দাম শুরু হচ্ছে ৭২,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। তবে সেলে ব্যাঙ্ক অফার সহ ডিভাইসটি ৭,০০০ টাকা কম দামে কেনা যাবে।
আইকো ১৫ হ্যান্ডসেটটি ১ ডিসেম্বর দুপুর ১২টায় প্রথমবার Amazon থেকে বিক্রি হবে। আর প্রায়োরিটি পাস থাকলে ২৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ফোনটি কেনা যাবে। এটি লেজেন্ড এবং আলফা ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।
iQOO 15 অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিন ওএস ৬ কাস্টম স্কিনে চলে। কোম্পানি এতে পাঁচটি অ্যান্ড্রয়েড আপডেট এবং সাত বছর ধরে সিকিউরিটি আপডেট দেবে বলে নিশ্চিত করেছে। স্মার্টফোনটির সামনে দেখা যাবে ৬.৮৫ ইঞ্চি স্যামসাং M14 8T LTPO AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ পর্যন্ত, রেজোলিউশন ২কে এবং লোকাল পিক ব্রাইটনেস ৬,০০০ নিট। এতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে। এর স্ক্রিন অ্যান্টি-রিফ্লেক্টিভ ফিল্ম এবং ওয়েট ফিঙ্গার কন্ট্রোল অফার করবে।
পারফরম্যান্সের জন্য iQOO 15 মডেলে অ্যাড্রেনো জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। কোম্পানি দাবি করেছে যে হ্যান্ডসেটটি AnTuTu বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ৪.১৮ মিলিয়নেরও বেশি পয়েন্ট পেয়েছে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে 8K VC কুলিং সিস্টেম উপস্থিত। এতে একটি নতুন মনস্টার হ্যালো অ্যাম্বিয়েন্ট লাইটিংও রয়েছে যা রিয়ার ক্যামেরা মডিউলের নীচে অবস্থিত।
ফটোগ্রাফির জন্য iQOO 15 স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর, ৩এক্স অপটিক্যাল জুম, ৩.৭এক্স “লসলেস জুম” এবং ১০এক্স জুম সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরার।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৯০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। এই ক্যামেরা ৬০ ফ্রেম প্রতি সেকেন্ডে ৪কে পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।
যদি আপনি ৮,০০০ টাকার কম দামে ভালো ফিচারের ফোন কিনতে চান তাহলে Lava Storm Lite…
Honor এর নতুন স্মার্টফোন সিরিজ, Honor 500 শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি…
ভিভো তাদের নতুন স্মার্টফোন সিরিজ, Vivo X300 ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আগামী ২রা ডিসেম্বর…
এই বছরের শুরুতে Redmi Note 15 সিরিজ চীনে লঞ্চ হয়েছিল। এবার এই সিরিজ ভারতীয় বাজারে…
সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে Moto G100 (2025) স্মার্টফোন, যেখানে রয়েছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন…
আগামী সপ্তাহে অর্থাৎ ১৭ নভেম্বর চীনে লঞ্চ হচ্ছে Oppo Reno 15 সিরিজ। বেস মডেলের পাশাপাশি…
This website uses cookies.