iQOO 15 থেকে Z10 Lite স্মার্টফোনে Amazon Great Republic Day সেলে বড় ছাড়

অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৬ শুরু হতে চলেছে ১৬ জানুয়ারি থেকে। এই সেলে বড় ব্র্যান্ডের ডিভাইস কম দামে কেনা যাবে। স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, স্মার্ট টিভি, ইয়ারবাড, এমনকি হোম অ্যাপ্লায়েন্সও এই সময় তুলনামূলক কম মূল্যে পাওয়া যাবে। যদিও এখনও Amazon Great Republic Day সেলের সব ডিল প্রকাশ করা হয়নি, তবে iQOO আগেভাগেই তাদের কয়েকটি স্মার্টফোনের অফার জানিয়ে দিয়েছে।

Amazon Great Republic Day Sale 2026-এ iQOO ফোনে অফার

অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৬-এ iQOO 15 ফ্ল্যাগশিপ ফোনটি বাম্পার ছাড়ে পাওয়া যাবে। এটি লঞ্চ হয়েছিল ২০২৫ সালের নভেম্বরে। এতে ৬.৮৫ ইঞ্চির ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট এবং ৭,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সাথে আছে ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট। লঞ্চের সময় ফোনটির দাম ছিল ৭২,৯৯৯ টাকা। রিপাবলিক ডে সেলে সেটি নেমে আসবে ৬৫,৯৯৯ টাকায়। ক্রেতাদের জন্য নো কস্ট ইএমআইয়ের অপশন থাকবে।

আবার ২০২৫ সালের মে মাসে লঞ্চ হওয়া iQOO Neo 10 ফোনে উপস্থিত ৬.৭৮ ইঞ্চি ১৪৪ হার্টজ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। এটি ৭,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। সেলে এর দাম শুরু হচ্ছে ৩৩,৯৯৯ টাকা থেকে।

মিড রেঞ্জ ও বাজেট সেগমেন্টে iQOO Neo 10R মিলবে ২৪,৯৯৯ টাকায়। Z10 এর দাম থাকবে ২০,৪৯৯ টাকা, আর Z10R পাওয়া যাবে ১৮,৪৯৯ টাকায়। আরও কম বাজেটের মধ্যে Z10x তালিকাভুক্ত থাকবে ১৩,৪৯৯ টাকায়, আর সবচেয়ে সস্তা অপশন হিসেবে Z10 Lite মিলবে ৯,৯৯৯ টাকায়।