মোবাইল

অপেক্ষা শেষ! iQOO Neo 10R বাজারে ঝড় তুলতে এই দিন লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার দেখুন

Published on:

iQOO Neo 10R launch date in India on 11th March full Specifications leaked

আইকো গত কয়েকদিন ধরে তাদের নতুন স্মার্টফোন iQOO Neo 10R 5G টিজ করছিল। আজ আবার এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। আগামী ১১ মার্চ ফোনটি বাজারে পা রাখবে। উল্লেখ্য, লঞ্চের আগেই এই ফোনের ল্যান্ডিং পেজ অ্যামাজনে লাইভ হয়েছে। এখান থেকে iQOO Neo 10R এর কিছু বিশেষ স্পেসিফিকেশন জানা গেছে। অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে, নতুন ডিভাইসটি ব্লু-হোয়াইট ডুয়েল-টোন ফিনিশ সহ আসবে এবং এটি রেসিং ব্লু কালার অপশনে পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে।

গেমিং এর জন্যেও দুর্দান্ত হবে iQOO Neo 10R ফোন। এর ডিসপ্লে ২০০০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করবে। হ্যান্ডসেটটি আল্ট্রা গেম মোড সহ আসবে। আইকো এই ফোনের দামের বিষয়েও ইঙ্গিত দিয়েছে। iQOO জানিয়েছে যে নিও ১০ আর দাম ভারতে ৩০,০০০ টাকারও কম হবে। এর সাথে পোকো এক্স ৭ প্রো এর টক্কর চলবে, যেখানে ডাইমেনসিটি ৮৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

WhatsApp Community Join Now

iQOO Neo 10R ফোনে এই ফিচার থাকতে পারে

রিপোর্ট অনুসারে, আইকো নিও ১০ আর ডিভাইসে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৬৪০০ এমএএইচ‌ ব্যাটারি। রিপোর্টে বলা হয়েছে এটি গত মাসে আসা iQOO Z9 Turbo Endurance Edition এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।

এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল ওআইএস প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। আর সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এই স্মার্টফোনে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য, আইকো নিও ১০ আর স্মার্টফোনে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন