মোবাইল

৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ সবচেয়ে বড় ব্যাটারি, iQOO Z10 ফোনের দামে বিরাট চমক

Published on:

Iqoo z10 price in india under 20000 specifications launch date 11 april leaked

অঙ্কিতা মন্ডল, কলকাতা: আইকোর নতুন ফোন iQOO Z10 আগামী মাসে ভারতে লঞ্চ হতে চলেছে। আইকোর এই নতুন ফোনের বিশেষত্ব হল, এটি এখন পর্যন্ত সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি এবং গোলাকার ক্যামেরা মডিউল সহ আসবে। আগামী ১১ এপ্রিল ডিভাইসটি এদেশে পা রাখবে। তার আগে Smartprix থেকে iQOO Z10 এর সমস্ত ফিচার এবং দাম ফাঁস করা হয়েছে।

প্রতিবেদনে আইকোর এই ফোনটির AnTuTu বেঞ্চমার্ক সাইটের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। এই স্ক্রিনশট অনুযায়ী, Z10-এর মডেল নম্বর I2407। আর হ্যান্ডসেটটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট সহ আসবে। ডিভাইসটি ৭৬৫,২৩৪ এর AnTuTu স্কোর অর্জন করেছে।

iQOO Z10-এর দাম (সম্ভাব্য)

স্মার্টপ্রিক্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে আইকো জেড১০ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে, যেগুলি হল ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটির দাম ২১,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে, যার সাথে ২,০০০ টাকার ব্যাঙ্ক অফার দেওয়া হতে পারে। ফলে এটি লঞ্চের পর ১৯,৯৯৯ টাকায় কেনা যেতে পারে। এটি গ্লেসিয়ার সিলভার এবং স্টেলার ব্ল্যাক কালার অপশনে পাওয়া যেতে পারে।

iQOO Z10 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আইকো জেড১০ হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসরের সাথে আসতে পারে। এতে UFS 2.2 স্টোরেজ পাওয়া যেতে পারে। স্মার্টফোনটি ৭.৯ মিমি পুরু হবে এবং ওজন ২০০ গ্রামের কম হবে।

আইকো ইতিমধ্যে নিশ্চিত করেছে যে ফোনটি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এখনও পর্যন্ত সবচেয়ে বড় ৭৩০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যেতে পারে।