পূর্ব ঘোষণা মতো iQOO Z10 Turbo+ 5G আজ চীনে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে প্রায় ৩০,০০০ টাকা থেকে। এই ফোনের মূল আকর্ষণ ৮০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া এতে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা সেন্সর। iQOO Z10 Turbo+ 5G তিনটি রঙে এবং চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
iQOO Z10 Turbo+ 5G মডেলের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২২৯৯ ইউয়ান (প্রায় ২৮,০০০ টাকা)। আবার এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ২৬৯৯ ইউয়ান (প্রায় ৩২,৮০০ টাকা), ২৪৯৯ ইউয়ান (প্রায় ৩০,৪০০ টাকা) ও ২৯৯৯ ইউয়ান (প্রায় ৩৬,৫০০ টাকা)।
আইকো জেড১০ টার্বো প্লাস ৫জি পোলার অ্যাশ, উনহাই হোয়াইট, ডেজার্ট কালার অপশনে পাওয়া যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কেনা যাবে। যদিও এটি ভারতে কবে আসবে তা এখনও জানা যায়নি।
Z10 Turbo+ 5G এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড প্যানেল, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯৩.৪২ শতাংশ এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এতে এইচডিআর টেকনোলজি সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে Immortalis-G925 জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিন ওএস ৫ কাস্টম স্কিনে চলবে।
ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল সনি প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এর প্রাইমারি রিয়ার ক্যামেরাতে OIS সাপোর্ট রয়েছে। আর এই ক্যামেরা দিয়ে ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z10 Turbo+ 5G স্মার্টফোনে ৮০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.