আইকো ভারতের বাজারে তাদের জেড সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে iQOO Z10R আনতে চলেছে। আগামী ২৪ জুলাই ডিভাইসটি লঞ্চ হবে। গত কয়েকদিন ধরেই কোম্পানির তরফে ফোনটির বিভিন্ন ক্যামেরা স্পেসিফিকেশন সামনে আনা হচ্ছে। জানা গেছে এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। আজ এবার Amazon India-র ল্যান্ডিং পেজে iQOO Z10R এর দাম ও প্রায় সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।
অ্যামাজন থেকে জানানো হয়েছে, আইকো জেড১০আর মাত্র ৭.৩৯ মিমি পুরু হবে। এই কারণে ফোনটি ২০ হাজার টাকার কমের প্রাইস সেগমেন্টে সবচেয়ে পাতলা কোয়াড-কার্ভড ডিসপ্লে যুক্ত ডিভাইস হবে। এতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট এবং ১২ জিবি র্যাম।
আইকোর দাবি, এতে ভার্চুয়াল র্যাম সহ মোট ১২ জিবি র্যাম পাওয়া যাবে, যার মাধ্যমে ৪৪টি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে এক সাথে চলবে। এটি ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য আইকো জেড১০আর ডিভাইসে ৫৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে থাকবে ‘বাইপাস চার্জিং’ সাপোর্ট।
থার্মাল ম্যানেজমেন্টের জন্য আইকো জেড১০আর স্মার্টফোনে কুলিং গ্রাফাইট শিট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার,ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিন থাকবে। ডিভাইসটি IP68/69 রেটিং সহ আসবে।
ফটোগ্রাফির জন্য iQOO Z10R স্মার্টফোনে থাকবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর পিছনে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর পাওয়া যাবে, যা OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করবে। এই দুই ক্যামেরাই ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।
আইকোর তরফে নিশ্চিত করা হয়েছে যে, ফোনটির দাম ২০ হাজার টাকার কম রাখা হবে। Z10R আসবে দুটি কালার অপশনে – অ্যাকুয়ামেরিন এবং মুনস্টোন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.