মোবাইল

বাজার কাঁপাতে এপ্রিলেই লঞ্চ হচ্ছে iQOO Z10x, থাকবে বিশাল 6500mAh ব্যাটারি

Published on:

iqoo z10x set to launch alongside z10 with dimensity 7300 and 6500mah battery on april 11

iQOO Z10 ভারতে ১০ই এপ্রিল লঞ্চ হচ্ছে। এটি দেশের প্রথম স্মার্টফোন যা বিশাল ৭,৩০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। ফোনটিতে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে। আবার Z10-এর পাশাপাশি একইদিনে iQOO Z10x মডেলটিও ভারতে লঞ্চ হবে বলে ঘোষণা করেছে কোম্পানি। এতেও খুব পাওয়ারফুল ব্যাটারি থাকবে। আইকিউ একে সেগমেন্টের দ্রুততম ফোন হিসাবে দাবি করছে।

iQOO Z10x স্মার্টফোনের স্পেসিফিকেশন ও লঞ্চের তারিখ

আইকিউ জেড১০এক্স আগামী ১১ এপ্রিল ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। ফোনটি ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর দ্বারা পরিচালিত হবে, যার ফলে জেড১০এক্স এই সেগমেন্টের সবচেয়ে দ্রুততম স্মার্টফোন হওয়ার দাবি করা হয়েছে। এটি আনটুটু বেঞ্চমার্কে ৭.২ লক্ষের বেশি স্কোর করেছে। পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি।

আমাজনে লাইভ হওয়া মাইক্রোসাইট আইকিউ জেড১০এক্স মডেলটিকে নীল রঙে দেখিয়েছে, যার পাশে উল্লম্বভাবে সাজানো ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরা সেন্সরের ঠিক নীচে একটি ক্যামেরা রিং লাইটও আছে। স্মার্টফোনটিতে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং স্পিকার গ্রিল বর্তমান। উল্লেখ্য, মডেলটি গত বছরের এপ্রিলে লঞ্চ হওয়া আইকিউ জেড৯এক্স এর জায়গা নেবে। এটি ১২,৯৯৯ টাকায় ভারতে এসেছিল।

iQOO Z10x এর পাশাপাশি Z10 ফোনটিকেও তার সেগমেন্টের সবচেয়ে দ্রুততম ফোন বলা হচ্ছে। এটির দাম প্রায় ২২,০০০ টাকা থেকে শুরু হবে। AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে স্মার্টফোনটি ৮.২ লক্ষ স্কোর করেছে বলে জানা গিয়েছে। এটির বিশাল ৭,৩০০ এমএএইচ ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এতেও Snapdragon 7s Gen 3 চিপসেট ব্যবহার করা হচ্ছে।