itel A90 Special Edition ভারতে ৭ হাজার টাকার কমে লঞ্চ হল, ৮ জিবি র‌্যাম সহ পাবেন ৩৬ মাস হ্যাং না হওয়ার প্রতিশ্রুতি

এই বছরের মার্চ মাসে ভারতে আসে itel A90। আর আজ কোম্পানি এদেশে itel A90 এর Special Edition লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে ৭,০০০ টাকার কম। নয়া এই মডেলের বেশিরভাগ স্পেসিফিকেশন মূল মডেলের মতোই রাখা হয়েছে। তবে বিশেষ এডিশনে MIL-STD-810H সার্টিফিকেশন উপস্থিত। এই সেগমেন্টে আর কোনো স্মার্টফোনেই মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন নেই। আসুন itel A90 Special Edition এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

itel A90 Special Edition এর দাম ও কালার অপশন

itel A90 Special Edition এর ৩ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৬,৩৯৯ টাকা। আর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৬,৮৯৯ টাকা। এই ফোনে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ডিভাইসটি স্পেস টাইটানিয়াম, স্টারলিট ব্ল্যাক এবং অরোরা ব্লু কালার অপশনে এসেছে।

itel A90 Special Edition স্পেসিফিকেশন এবং ফিচার

আইটেল এ৯০ স্পেশাল এডিশন মডেলে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ডায়নামিক বার সহ ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। সাউন্ডের জন্য এতে DTS প্রযুক্তি সমর্থিত স্পিকার উপস্থিত। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর টি৭১০০ প্রসেসর। ফোনটি দুটি র‌্যাম কনফিগারেশনে এসেছে – ৩ জিবি ফিজিক্যাল + ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম এবং ৪ জিবি ফিজিক্যাল + ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম। এদের সাথে ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনে চলে।

আইটেলের তরফে দাবি করা হয়েছে যে, হ্যান্ডসেটটি ৩৬ মাস পর্যন্ত ল্যাগ-ফ্রি পারফরম্যান্স দেবে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য, itel A90 Special Edition মডেলে উন্নত ইমেজ প্রসেসিং সহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বর্তমান।

আবার ডিভাইসটি যাতে এক হাতে ব্যবহার করা যায় এরজন্য একটি নতুন স্লাইডিং জুম বাটন মিলবে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এদিকে A90 লিমিটেড এডিশন হল মিলিটারি গ্রেড সার্টিফিকেশন (MIL-STD-810H) সহ সেগমেন্টের প্রথম স্মার্টফোন। এতে IP54 ওয়াটার ও ডাস্টপ্রুফ রেটিং পাওয়া যাবে। ডিভাইসটি ১০০ দিনের বিনামূল্যে রিপ্লেসমেন্ট সুবিধা সহ কেনা যাবে।