সম্প্রতি Itel Super 26 Ultra বিশ্বের বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে। এর দাম শুরু হয়েছে প্রায় ১৫,০০০ টাকা থেকে। এই নতুন হ্যান্ডসেটে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে থ্রিডি কার্ভড কার্ভড ডিসপ্লে ও ইউনিসক টি৭৩০০ চিপসেট, ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। আবার Itel Super 26 Ultra চারটি কালার অপশন ও ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা, ফোনটির ডিজাইন অনেকটাই Samsung Galaxy S25 এর মতো।
Itel Super 26 Ultra মডেলটি এখন নাইজেরিয়ায় প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। এর সেল শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর থেকে। ডিভাইসটি বেইজ, ব্লু, গোল্ড এবং গ্রে কালার অপশনে পাওয়া যাবে।
বাংলাদেশে MobileDokan ওয়েবসাইটে আইটেল সুপার ২৬ আল্ট্রা এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ১৯,৯৯০ বাংলাদেশ টাকা (প্রায় ১৪,৯০০ টাকা) এবং ২১,৯৯০ বাংলাদেশ টাকা (প্রায় ১৫,৯০০ টাকা)।
আইটেল সুপার ২৬ আল্ট্রা ফোনে আছে ৬.৭৮ ইঞ্চি থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই। আর এর টাচ স্ক্রিন ভেজা হাতেও কাজ করবে বলে জানানো হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ৬এনএম ইউনিসক টি৭৩০০ প্রসেসর, ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।
Itel Super 26 Ultra স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর উপস্থিত। সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধের জন্য এতে আইপি৬৫ রেটিং রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Itel Super 26 Ultra ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি ছয় বছর পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেবে বলে দাবি করা হয়েছে। এতে এআই ক্যামেরা ইরেজার, সার্কেল টু সার্চ এর মতো ফিচার উপস্থিত।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.