ভারতে শুরু হল নতুন এক ধরনের মোবাইল ফোন ডেলিভারি পরিষেবা, যেখানে ১০ মিনিটের মধ্যেই আপনার বাড়ি চলে আসবে Jio-র ফিচার ফোন। আজ্ঞে হ্যাঁ, একদম ঠিক পড়েছেন। এবার থেকে সুইগি ইনস্টামার্টের (Swiggy Instamart) মাধ্যমে JioBharat V4 ও JioPhone Prima 2 ফোন বাড়িতে ডেলিভারি পাওয়া যাবে মাত্র ১০ মিনিটে! এই পরিষেবা যদিও এখনই সারা দেশে চালু হয়নি, শুরুতে ৯৫টি শহরে এর সুবিধা মিলবে। এরমধ্যে রয়েছে কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বই, চেন্নাই ও পুনে।
এই পরিষেবা শুরু হয়েছে রিলায়েন্স জিও ও সুইগি ইনস্টামার্টের যৌথ উদ্যোগে। এত দ্রুত ফিচার ফোন ডেলিভারির বিষয়টা সত্যি চমকে দেওয়ার মতো। এর আগে ইনস্টামার্টের মাধ্যমে অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস ও রেডমির নির্দিষ্ট কিছু স্মার্টফোন ১০ মিনিটে ডেলিভারি দেওয়া হচ্ছিল। এবার সেই লিস্টে জুড়ল জিও-র ফিচার ফোন।
দামের কথা বললে, জিও ভারত ভি৪-এর দাম রাখা হয়েছে মাত্র ৭৯৯ টাকা এবং জিওফোন প্রাইমা ২-এর দাম ধার্য করা হয়েছে ২৭৯৯ টাকা। এর মধ্যে জিও ভারত ভি৪ বাজারে এসেছে গত বছরের অক্টোবর মাসে। ফোনটি ৪জি কানেক্টিভিটির পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেয়, আর থাকছে ১০০০ এমএএইচ ব্যাটারি।
এছাড়া জিও ভারত ভি৪ ফোনে রয়েছে JioPay সাপোর্ট, যার মাধ্যমে ইউপিআই পেমেন্টও করা যাবে। এমনকি ইন্টিগ্রেটেড সাউন্ডবক্সও রয়েছে পেমেন্ট কনফার্মেশনের জন্য। আর এই ফিচার ফোনে ২৩টি ভারতীয় ভাষা সাপোর্ট করবে, আবার এতে জিওটিভি ও জিওচ্যাট-এর মতো অ্যাপও চলবে।
অন্যদিকে, জিও ফোন প্রাইমা ২ এসেছে তারও আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে। ফিচার হিসেবে এই ফোনে আছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে, ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১২৮ জিবি পর্যন্ত মাইক্রোএসডি সাপোর্ট। এখানেও জিওপে-এর মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে, আর ব্যাটারি ক্যাপাসিটি ২০০০ এমএএইচ। আর এই ফোনে আগে থেকেই ইনস্টল করা থাকবে ইউটিউব, ফেসবুক ও গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট। সেইসঙ্গে পাওয়া যায় জিওটিভি, জিও সিনেমা ও জিওসাভনের অ্যাক্সেস। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের প্রসেসর।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.