Lava এই মাসের ২৫ তারিখ ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন বাজেট ফোন Lava Blaze Dragon। লাভার অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এর জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। সেখান থেকেই ফোনটির প্রসেসর, ক্যামেরা এবং কিছু গুরুত্বপূর্ণ ফিচার আজ সামনে আনা হয়েছে। Lava Blaze Dragon মডেলে থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া জানা গেছে ওই একই দিন Blaze AMOLED 2 স্মার্টফোনটিও লঞ্চ হবে।
লাভার তরফে নিশ্চিত করা হয়েছে যে, তাদের আসন্ন ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট থাকবে। এর নীচের দিকে দেখা যাবে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। আর ডিভাইসটির রেন্ডার ইমেজ থেকে স্পষ্ট, এটি সোনালি রঙে আসবে এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এর প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল, যার সঙ্গে একটি পিল-শেপড LED ফ্ল্যাশও যুক্ত থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Lava Blaze Dragon মডেলে দেওয়া হবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে।
টেক টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, Lava Blaze Dragon-এর দাম সম্ভবত ১০ হাজার টাকার কম কম হবে। অর্থাৎ বাজেটের মধ্যেই বেশ কিছু প্রিমিয়াম ফিচার দেবে ডিভাইসটি।
লাভার স্মার্টফোনটি ২৫ জুলাই দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে এবং Amazon থেকে পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.