মোবাইল

হাঙরের মতো গিলে খাবে চাইনিজ ফোনদের, 6999 টাকায় লঞ্চ হল Lava Shark, রয়েছে 50MP AI ক্যামেরা

Lava Shark এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

Updated on:

Lava Shark with 50 megapixel camera 8gb ram launched in india price rs 6999 specifications

অঙ্কিতা মন্ডল, কলকাতা: দেশীয় ব্র্যান্ড লাভা আজ ভারতে Lava Shark ফোন লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে ৭,০০০ টাকার কম। এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে আছে ৮ জিবি পর্যন্ত র‌্যাম, এইচডি প্লাস ডিসপ্লে ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ডিভাইসে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। হ্যান্ডসেটটি দুটি কালার অপশনে এসেছে। আসুন Lava Shark ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lava Shark এর ভারতে দাম

লাভা সার্ক এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ডিভাইসটি টাইটেনিয়াম গোল্ড ও স্টিলথ ব্ল্যাক কালার অপশনে এসেছে। মার্চ মাস থেকেই লাভার বিভিন্ন আউটলেট থেকে ফোনটি কেনা যাবে। সংস্থার অন্যান্য স্মার্টফোনের মতো লাভা সার্কের সাথে বাড়ি বসেই ১ বছরের ওয়ারেন্টি পরিষেবা উপভোগ করা যাবে।

Lava Shark এর স্পেসিফিকেশন ও ফিচার

লাভা সার্ক ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে আইপি৫৪ ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৬০ প্রসেসর, ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম দেওয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

Lava Shark অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে এবং সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ক্যামেরার কথা বললে, এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল সিঙ্গেল এআই রিয়ার ক্যামেরা আছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরা এআই মোড, পোট্রেট, প্রো মোড সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।