Lava আনছে নতুন স্মার্টফোন, পিছনে থাকবে ডুয়াল ডিসপ্লে

ভারতীয় স্মার্টফোন বাজারে নতুন স্মার্টফোন নিয়ে আসছে Lava। দেশীয় এই ব্র্যান্ডটি খুব শীঘ্রই নতুন একটি ডিভাইস লঞ্চ করতে চলেছে। এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা একটি টিজারে ফোনটির ঝলক দেখানো হয়েছে। পোস্টে হ্যান্ডসেটটিকে এমন ভাবে দেখানো হয়েছে যাতে কৌতূহলটা বেশি তৈরি হয়। সেখানে শুধু একটি কথাই লেখা আছে, “Coming Soon”। অর্থাৎ ফোনটির লঞ্চের তারিখ এখনও নিশ্চিত হয়নি।

Lava-র ফোনের পিছনে থাকছে আরেকটি স্ক্রিন

টিজার ইমেজে সবচেয়ে নজরকাড়া বিষয় হল হ্যান্ডসেটটির পিছনের দিক। সেখানে ক্যামেরা আইল্যান্ডের সঙ্গেই দেখা গেছে একটি ছোট, আয়তাকার সেকেন্ডারি ডিসপ্লে। এই ডিসপ্লেটি ক্যামেরা মডিউলের মধ্যেই বসানো হয়েছে। সঙ্গে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। ক্যামেরা রিংয়ের পাশে লেখা থেকে স্পষ্ট যে, এই ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা।

আর আসন্ন মডেলটির ডিজাইন দেখে মনে হচ্ছে এর এজগুলি শার্প হলেও কোণাগুলি গোলকার হবে। ক্যামেরা মডিউল সামান্য উঁচু থাকবে। টিজারে এর ডান দিকের ফ্রেম একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। ডিভাইসটির পাওয়ার ও ভলিউম বাটন সম্ভবত বাম দিকে রাখা হবে।

আগেও ডুয়াল ডিসপ্লে ফোন এনেছে Lava

ডুয়েল ডিসপ্লে লাভার কাছে নতুন কিছু নয়। ২০২৪ সালের অক্টোবরে আসা Lava Agni 3 স্মার্টফোনে ছিল ১.৭৪ ইঞ্চি অ্যামোলেড রিয়ার স্ক্রিন। পরে ডিসেম্বর মাসে লঞ্চ হয় Lava Blaze Duo, যেখানে দেওয়া হয়েছিল ১.৫৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই সেকেন্ডারি স্ক্রিন দিয়ে সেলফি তোলা, গান কন্ট্রোল করা বা টাইমার সেট করার মতো কাজ করা যেত। নতুন ফোনেও এই সুবিধাগুলি থাকবে বলেই আশা করা হচ্ছে।

কোন সিরিজের ফোন হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে

এই হ্যান্ডসেটের নাম এখনও প্রকাশ করেনি লাভা। তবে ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, এটি Xiaomi 17 Pro সিরিজের মতো পিছনের ডিসপ্লে ট্রেন্ডকে ফলো করতে পারে। ঠিক কতটা উজ্জ্বল হবে স্ক্রিন, বা কী ফিচার থাকবে, সেসব জানতে এখনও আমাদের অপেক্ষা করতে হবে।