২০২৫ সালের জুলাই মাসে প্রথমবার Meizu 22 সিরিজের টিজার প্রকাশ করা হয়। এরপর থেকে এই স্মার্টফোন সিরিজের লঞ্চ তিনবার পিছিয়ে গেছে। তবে এবার শেষমেশ ডিভাইসগুলি বাজারে আসতে চলেছে বলে নিশ্চিত করেছে কোম্পানি। পাশাপাশি তারা লঞ্চের তারিখও শেয়ার করেছে। এছাড়া Meizu 22 সিরিজের হ্যান্ডসেটগুলির মুখ্য স্পেসিফিকেশনও সামনে আনা হয়েছে।
Meizu 22 সিরিজ আগামী ১৫ সেপ্টেম্বর চীনে লঞ্চ হবে বলে জানানো হয়েছে। ওইদিন দুপুর ২:৩০ (চীনে স্থানীয় সময়) থেকে অনুষ্ঠিত একটি ইভেন্টে সিরিজের ফোনগুলির উপর থেকে পর্দা সরানো হবে।
টিজার পোস্টারে মেইজু ২২ সিরিজের একটি স্মার্টফোনের ছবিও দেওয়া হয়েছে। ডিভাইসটি হোয়াইট কালার অপশনে আসবে। আবার এতে বর্গাকার রিয়ার ক্যামেরা মডিউল থাকবে, যার মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি রিং লাইট পাওয়া যাবে।
ফিচারের কথা বললে, Meizu 22 স্মার্টফোনটি ফ্লাইমি এআইওএস কাস্টম স্কিনে চলবে বলে জানা গেছে। আর হ্যান্ডসেটটি One Mind-এর নতুন ফোর-ইঞ্জিন অপ্টিমাইজেশনের সাথে আসবে। কোম্পানির দাবি এটি ৬ বছর ধরে স্মুথ পারফরম্যান্স দেবে।
এদিকে মেইজুর এই ডিভাইসটি বিশ্বের মধ্যে প্রথমবার TUV SUD-এর ৭২ মাসের স্মুথ A+ সার্টিফিকেশন পাস করেছে। এতে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট দেওয়া হবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে পাওয়া যাবে বড় ভিসি লিকুইড কুলিং সিস্টেম।
Meizu 22 ফোনের সামনে দেখা যাবে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে। এতে 2.5D মাইক্রো-আর্ক ফ্রন্ট থাকবে। আর ডিভাইসটি ৮.১৫ মিমি পাতলা বডি সহ আসবে। এর ওজন হবে ১৯০ গ্রাম। আবার ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ৩x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। আর সামনের দেওয়া হবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.