Motorola সম্প্রতি ভারতে লঞ্চ করেছে Edge 60 সিরিজ। এবার তারা জনপ্রিয় G সিরিজের একটি নতুন ডিভাইস বাজারে নিয়ে আসছে, যার নাম Moto G86। যদিও ডিভাইসটি সম্পর্কে মটোরোলার তরফে এখনও কিছু জানানো হয়নি, তবে এটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সহ বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পেয়েছে। ফলে বলতে দ্বিধা নেই যে Moto G86 শীঘ্রই বাজারে পা রাখবে। আসুন স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ডেটাবেসে মটোরোলার একটি নতুন ফোনের দেখা গেছে। যদিও এখানে নাম উল্লেখ নেই, তবে 91Mobiles তাদের প্রতিবেদনে দাবি করেছে যে এটি Moto G86 হবে। ভারতীয় সার্টিফিকেশন সাইটে স্মার্টফোনটি XT-2527-5 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। আবার ইউরোপিয়ান ইউনিয়নের ডিক্লারেশন সাইটে XT2527-2 মডেল নম্বর সহ এই একই ডিভাইসকে খুঁজে পাওয়া গেছে। অর্থাৎ Moto G86 এর বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট থাকবে।
এর আগে TUV Rheinland সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল, মোটো জি৮৬ ফোনে থাকবে ৫১০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার ফাঁস হওয়া রেন্ডারে দেখা গেছে, এতে থাকতে পারে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony LYTIA প্রাইমারি রিয়ার সেন্সর। এছাড়াও রিয়ার প্যানেলে আরও দুটি ক্যামেরা সেন্সর দেখা গেছে। এর ডিসপ্লে হবে ফ্ল্যাট, আর সাউন্ডের জন্য দেওয়া হবে ডলবি অ্যাটমস সাপোর্ট।
মোটো জি৮৬ ডিভাইসটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের ভ্যারিয়েন্ট সহ আসতে পারে, যার ইউরোপে দাম রাখা হতে পারে ৩৩০ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩১,৭০০ টাকা। এটি পাওয়া যেতে পারে তিনটি কালার অপশনে – গোল্ডেন, কসমিট রেড ও স্পেলবাউন্ড।
এই ফোনটি সম্ভবত Moto G85-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে, যেটি ২০ হাজার টাকার কম দামে চমৎকার ফিচার অফার করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.