মোবাইল

১২ জিবি পর্যন্ত র‌্যাম, কত দাম রাখা হবে Motorola Edge 60, Edge 60 Pro, Razr 60 Ultra এর

Published on:

Motorola Edge 60 edge 60 pro razr 60 ultra price colour options ram storage leaked

Motorola গ্লোবাল মার্কেটে Razr 60 এবং Edge 60 লাইনআপ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এরমধ্যে Edge 60 Fusion আগামী ২ এপ্রিল ভারতে আসছে। তবে এখন লঞ্চের আগে Motorola Edge 60 সিরিজ এবং Razr 60 Ultra এর দাম, কালার এবং মেমোরির সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে। আসুন ডিভাইসগুলি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল জেনে নেওয়া যাক।

Motorola Edge 60, Edge 60 Pro, Razr 60 Ultra এর কালার অপশন

মোটোরোলা এজ ৬০ এবং এজ ৬০ প্রো নিয়ে তথ্য একটি অনলাইন ওয়েবসাইট থেকে ফাঁস হয়েছে। 91Mobiles ইউরোপীয় রিটেল সাইট Epto-তে এই ফোনগুলিকে খুঁজে পেয়েছে। এখান থেকে জানা গেছে যে, মোটোরোলা এজ ৬০ জিব্রাল্টার সি ব্লু এবং শ্যামরক গ্রীন কালার অপশনে আসবে।

আর মোটোরোলা এজ ৬০ প্রো ব্লু এবং গ্রীন কালার অপশনে পাওয়া যাবে। এর পার্পেল কালার অপশনও থাকতে পারে। অন্যদিকে, মোটোরোলা রেজর ৬০ আল্ট্রা মাউন্টেন ট্রেল উড এবং স্কারব গ্রীন কালারে আসবে।

Motorola Edge 60, Edge 60 Pro, Razr 60 Ultra এর র‌্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট

মোটোরোলা এজ ৬০ হ্যান্ডসেটটি ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে। আর এজ ৬০ প্রো ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে।

Motorola Edge 60, Edge 60 Pro, Razr 60 Ultra এর দাম (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, মোটোরোলা এজ ৬০ ফোনের দাম ৩৯৯.৯০ ইউরো (প্রায় ৩৭,০০০ টাকা)। মোটোরোলা এজ ৬০ প্রো এর মূল্য ৬৪৯.৯০ ইউরো (প্রায় ৬০,২০০ টাকা) রাখা হতে পারে। অন্যদিকে ফোল্ডেবল স্মার্টফোন রেজর ৬০ আল্ট্রা এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩৪৬.৯০ ইউরো (প্রায় ১,২৪,৬০০ টাকা) থাকতে পারে।