Motorola edge 60 Neo ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও OLED ডিসপ্লে সহ আসছে, ফাঁস হল লঞ্চের সময়

Motorola Edge 60 Neo কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসতে চলেছে। এটি প্রথমে ইউরোপে এবং এর কিছু দিন পরে ভারতে লঞ্চ হবে। স্বাভাবিকভাবেই ফোনটি Motorola Edge 50 Neo এর উত্তরসূরি হবে। এছাড়া এটি Edge 60 সিরিজের শেষ মডেল হতে পারে। আজ জনপ্রিয় এক টিপস্টার এই স্মার্টফোনের লঞ্চের সম্ভাব্য সময় জানানোর পাশাপাশি এর গুরুত্বপূর্ণ কিছু স্পেসিফিকেশন শেয়ার করেছেন। জানা গেছে, আসন্ন এই হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ওএলইডি ডিসপ্লে থাকবে।
Motorola Edge 60 Neo এর লঞ্চের সময়
টিপস্টার দেবায়ন রায় (@gadgetsdata) আজ একটি X পোস্টে দাবি করেছেন যে, Motorola Edge 60 Neo “তিন থেকে ছয় দিনের মধ্যে” ইউরোপের বাজারে লঞ্চ হতে চলেছে। আর ফোনটি সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে ভারতে আসতে পারে। এটি ২০২৪ সালের আগস্টে ভারতে লঞ্চ হওয়া মোটোরোলা এজ ৫০ নিও-র উত্তরসূরি হবে।
উল্লেখ্য, এই বছরের শুরুতে জুনে ভারতে আসে মোটোরোলা এজ ৬০। এই সিরিজের অধীনে এজ ৬০, এজ ৬০ প্রো, এজ ৬০ ফিউশন এবং এজ ৬০ স্টাইলাস মডেলগুলি ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। আসন্ন এজ ৬০ নিও এই সিরিজের লেটেস্ট ও সর্বশেষ মডেল হতে পারে।
Motorola Edge 60 Neo এর ফিচার (সম্ভাব্য)
Motorola Edge 60 Neo ফোনের সামনে দেখা যাবে “কমপ্যাক্ট” OLED ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে একটি প্রাইমারি, একটি আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যদিও ডিভাইসটির বিস্তারিত স্পেসিফিকেশন এখনও অজানা।
Motorola Edge 50 Neo এর বিশেষত্ব
প্রসঙ্গত, পূর্বসূরী Motorola Edge 50 Neo মডেলে আছে ৬.৪ ইঞ্চি ১০-বিট ফ্ল্যাট এলটিপিও পোলড টাচস্ক্রিন, যার রেজোলিউশন ১.৫কে, অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১০ হার্টজ থেকে ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস লেভেল ৩,০০০। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন উপস্থিত। সাথে রয়েছে আইপি৬৮ ওয়াটার ও ডাস্টপ্রুফ রেটিং।
পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই মডেলে ৬৮ ওয়াট ফাস্ট ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৪,৩১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৪ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।