Motorola Edge 60 Pro এর স্পেশাল ভ্যারিয়েন্ট বাজারে লঞ্চ হল। এই নতুন মডেলের নাম Basswood Walnut। এর ব্যাক প্যানেলে ব্যবহার হয়েছে একেবারে আসল কাঠ। আজ্ঞে হ্যাঁ, শুধু কাঠের মতো দেখতে নয়, সত্যিকারের কাঠ রয়েছে এই স্পেশাল স্মার্টফোনে। তবে Razr 60 Ultra এর কাঠের ফিনিশের থেকে নয়া মডেলের ফিনিশ আলাদা। আপাতত Motorola Edge 60 Pro Basswood Walnut ডিভাইসটি চীনে লঞ্চ হয়েছে। অন্যান্য দেশে এটি পাওয়া যাবে কি না তা এখনও স্পষ্ট নয়।
Edge 60 Pro এপ্রিলে তিনটি কালার অপশনে লঞ্চ হয়েছিল – ড্যাজেলিং ব্লু, স্পার্কলিং গ্রেপি ও শ্যাডো। এরমধ্যে ড্যাজেলিং ব্লু এর পিছনে নাইলনের টেক্সচার, আর অন্য দুটি মডেলে কৃত্রিম লেদারের ফিনিশ রয়েছে। এদের সাথে এবার যুক্ত হল বেসউড ওয়ালনাট। যদিও নয়া ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন আগের মডেলগুলির মতোই রাখা হয়েছে।
মোটোরোলা এজ ৬০ প্রো এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে (২৭১২ x ১২২০ পিক্সেল) ১০ বিট পিওএলইডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪৫০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। এতে পারফরম্যান্সের জন্য এতে মালি জি৬১৫ এমসি৬ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ এক্সট্রিম প্রসেসর দেওয়া হয়েছে।
নতুন Motorola Edge 60 Pro Basswood Walnut ভ্যারিয়েন্ট কেবল ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি সেন্সর, ম্যাক্রো মোডসহ ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স, ৩এক্স জুম সাপোর্ট সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা উপস্থিত, যা ৫০x সুপার জুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট টার্বো পাওয়ার চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। Motorola Edge 60 Pro Basswood Walnut এর অন্যান্য ফিচারের মধ্যে আছে স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্ট, ইউএসবি টাইপ সি অডিও, IP68 ও IP69 রেটিং এবং MIL-STD-810H সার্টিফিকেশন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.